পূর্ব বর্ধমান :- করম পরব বা পুজো পালিত হচ্ছে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় । জেলার আউসগ্রাম,ভাতার রায়নার আনগুনা গ্রামে ;যে যে এলাকায় আদিবাসী জনজাতির বসবাস রয়েছে; সেখানেই আজ শুক্রবার মহাসমারোহে পালিত হলো করম পূজা। এই পরব পালন করা হয় মূলত মানভূম এলাকায়। তবে আজকাল বিভিন্ন জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই পরব পালন করে থাকেন।
জনজাতির প্রানের উৎসব হল এই করম।এই উৎসবের মাধ্যমে আদিবাসীদের জল,জমিন,জঙ্গলকেন্দ্রিক জীবন ধারার প্রতিফলন দেখা যায়।করম পরব তিথি নির্ভর।প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে পালন করা হয় এই পরব।এই দিন করম ডাল পুঁতে করম ঠাকুরের প্রাণ প্রতিষ্টা হয়। অবশ্য এর প্রস্তুতি শুরু হয় প্রায় এক সপ্তাহ আগে থেকে। বর্ধমানের আউসগ্রাম ,ওর গ্রাম এবং রায়না এলাকায় বর্ণাঢ্য করম পরব পালন করতে জড়ো হয়েছিলেন বহু আদিবাসী মানুষ ।