আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নিজ হাতে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিলেন স্বয়ং দেবী লক্ষ্মী।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কল্যাণ দত্ত
লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিতে আবির্ভূত হলেন স্বয়ং দেবী লক্ষ্মী। মঙ্গলবার অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর এমনই দৃশ্য দেখা পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, কৈয়ড় অঞ্চলের তোড়কোনা পীতাম্বরপুর গার্লস উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার প্রকল্পের শিবিরে । স্বয়ং লক্ষ্মী ফর্ম জমা নিতে এসেছেন শুনে ভিড় জমান অনেক মহিলা। কৈয়ড় অঞ্চলের তরফে এই উদ্যোগে খুশি আগত মহিলারা।
রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যজুড়ে সাড়া পড়েছে। উক্ত প্রকল্পের অধীনে রাজ্যের মহিলাদের ৫০০ – ১০০০ টাকা মাসিক অনুদান দিতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার দুয়ারে সরকার শিবিরে ফর্ম জমা নিতে হাজির হন স্বয়ং লক্ষ্মী। হাতে ধানের শিস, সিঁদুরদান।
মহিলাদের কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার পাশাপাশি তাঁরে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করছেন লক্ষী ।
সকাল থেকে অনবরত বৃষ্টি চলতে থাকলেও দুয়ারে সরকার শিবির পরিদর্শনে আসেন, খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার। ছাতা মাথায় শিবির ঘুরে দেখেন এবং বেশ কয়েকজনের হাতে জাতিগত সংসাপত্র তুলে দেন।
 অপরদিকে তিনি স্বয়ং লক্ষ্মীর ভূয়সী প্রশংসা করেন।
মঙ্গলবার কৈয়ড় পঞ্চায়েতের তোড়কোনা পীতাম্বরপুর এম. এস. কে. এর স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার প্রকল্পের শিবিরে উপস্থিত ছিলেন, খণ্ডঘোষ সি ডি পি ও লালেশ শর্মা, খণ্ডঘোষ ব্লক কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত, পঞ্চায়েত প্রধান আগমনী চক্রবর্তী (দলুই ), উপপ্রধান সাজাহান মন্ডল সহ অন্যান্যরা।

See also  দেবী অন্নপূর্ণা পুজোর শুভ উদ্বোধন খণ্ডঘোষের তাঁতি পাড়ায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি