পূর্ব বর্ধমান : রাস্তা পারাপার করার সময় দ্রুত গতিতে আসা একটি স্কর্পিও গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তির। শনিবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকার ২ নং জাতীয় সড়কে। ঘটনার পর কলকাতার দিক থেকে দুর্গাপুরের দিকে যাতায়াতকারী সমস্ত যানবাহন আটকে পড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মহাদেব সমাদ্দার(46)। স্থানীয় জানান তেজগঞ্জ এলাকাতেই তার বাড়ি। এলাকাবাসী অভিযোগ করেছেন, বারবার এই এলাকায় দুর্ঘটনা ঘটছে। উল্টোদিকে ওয়াচ টাওয়ার ও রয়েছে। কিন্তু জনবহুল এই এলাকায় সঠিক নজরদারি না থাকায় প্রায়ই এই ধরণের দুর্ঘটনা ঘটে চলেছে। তাদের অভিযোগ,এদিনও পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলেও, পুলিশ প্রায় ঘন্টা খানেক পর ঘটনাস্থলে পৌঁছায়। যদিও পুলিশ দ্রুত দেহটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।