আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুষ্কৃতীদের গুলিতে মৃত তৃণমূল নেতার ঘটনায় তদন্তে সিআইডি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান :- দিন কুড়ি আগেই ভূমিষ্ঠ হয়েছে তার একমাত্র পুত্র সন্তান। আর গতকালই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল পূর্ব বর্ধমানের আউসগ্রাম এর তৃণমূল নেতা চঞ্চল বক্সীর। তার মৃত্যুর পর গোটা এলাকা থমথমে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই আউশগ্রামে এসেছে সিআইডির চার সদস্যের প্রতিনিধি দল। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি তারা মৃতের পরিবারের সঙ্গেও কথা বলেন।

গতকাল দুপুরে আউসগ্রাম এর জঙ্গলে প্রকাশ্য দিবালোকে গুলি ছুড়ে খুন করা হয় চঞ্চল বক্সীকে। নির্বিবাদী এবং এলাকায় জনপ্রিয় এই তৃণমূল নেতার কিভাবে এমন পরিণতি হলো তা ভেবে পাচ্ছেন না তার পরিবার এলাকার মানুষজন। এদিন চঞ্চলের বাড়িতে আসেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার।


এদিন সিআইডির আধিকারিকরা প্রথমে জঙ্গলের ভিতরে যেখানে চঞ্চলকে গুলি করা হয়েছিল, সেই জায়গাটি ঘুরে দেখেন। পরে মৃতের পরিবারের সঙ্গেও কথা বলেন। বুদবুদের দেবশালা পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শ্যামল বক্সীর ছেলে চঞ্চল বক্সী এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। কিভাবে এই খুনের ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে এলাকার মানুষজন।

ঘটনাস্থলটি পূর্ব বর্ধমান জেলা পুলিশের অন্তর্গত আউসগ্রাম থানার অধীনে, না কি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত বুদবুদ থানার অধীনে তা নিয়ে রাত পর্যন্ত টানাপোড়েন চলে। দিন পনেরো আগে মৃত চঞ্চল বক্সীর একটি পুত্র সন্তানের জন্ম হয়। সদ্যোজাত পুত্র সন্তানকে নিয়ে আজ কান্নায় ভেঙে পড়েন মৃত চঞ্চল বক্সীর পরিবার।

See also  বর্ধমান রাজবাড়ির পতনের কারন ? খন্ড -১

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি