আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পেট্রোল পাম্প ধর্মঘটে ব্যাপক সমস্যায় বর্ধমানের সাধারণ মানুষ ও যান চালকরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান :- ওয়েস্ট বেঙ্গল পেট্রল ডিলার এসোসিয়েশনের ডাকা ২৪ ঘন্টা পেট্রোল পাম্প ধর্মঘটে সমস্যায় জেরবার জেলার বিভিন্ন এলাকার মানুষ। সকাল থেকেই শহরের মধ্যে থাকা ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের সব পেট্রোল পাম্প গুলি বন্ধ।

ইথানল মেশানো পেট্রলের সমস্যা ও তার প্রভাব, ডিপো থেকে পাম্প পর্যন্ত তেলের সঠিক পরিমাণ যোগান নিশ্চিত করা, তেলের কোম্পানির অনৈতিক কার্যকলাপ এর বিরুদ্ধে ৩১তারিখ কেনা বেচা সব বন্ধ রেখেছে পাম্পগুলি। এই মর্মে নোটিশ দিয়ে দিয়ে পাম্প কর্তৃপক্ষ। পাম্পে তেল ভরতে আসা মানুষ তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।

গ্রাহকদের বক্তব্য আগাম কোনো নোটিশ ছাড়া পাম্প বন্ধ করেছে পাম্পগুলি। বন্ধ করার আগে প্রচার করা উচিৎ ছিল। অন্যদিকে বিভিন্ন পাম্প রোড কর্তৃপক্ষ জানাচ্ছেন একদিনের ধর্মঘটে মানুষের অসুবিধা হচ্ছে ঠিকই।তবে এই অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করতেই তারা ধর্মঘটে সামিল হয়েছেন।

See also  হাসপাতালে সঞ্জু স্যামসন! এশিয়া কাপের আগে দুশ্চিন্তায় সমর্থকরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি