আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খন্ডঘোষে দ্বিতীয় ধাপে শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ১৬ ই আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার আবার চালু করব, অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে তাঁর দেওয়া কথা। মঙ্গলবার দ্বিতীয় ধাপের প্রথম দিনের দুয়ারে সরকার শুরু হলো খণ্ডঘোষের উচ্চ বিদ্যালয়ে । মহিলাদের লাইন ছিল চোখে পড়ার মতো। এই দুয়ারে সরকার-এ মুখ্যমন্ত্রী নতুনভাবে সংযোজন করেছেন লক্ষীর ভান্ডার। সেই লক্ষীর ভান্ডার একমাত্র মহিলারাই নাম নথিভুক্ত করতে পারবে।

এছাড়া কন্যাশ্রী, রূপসী, যুবশ্রী, জমি সংক্রান্ত ব্যাপারে, স্বাস্থ্য সাথী কার্ড-এর ব্যাপারে সমস্ত প্রকল্প আবার দ্বিতীয় ধাপে প্রথম দিন থেকে শুরু হল দুয়ারে সরকার শিবিরে । ভিড় ছিল চোখে পড়ার মতো।

পুরুষদের সংখ্যা নেহাত কম নয়। রাজ্যের পুলিশ প্রশাসক খুব সুন্দর ভাবে বন্দোবস্ত করেছেন এবং যাতে কারোর অসুবিধে না হয় সেই দিকে ছিল পুলিশকর্মীদের সজাগ দৃষ্টি। খণ্ডঘোষ বিধায়ক নবীন চন্দ্র বাগ নিজে দুয়ারে সরকার শিবিরের সমস্ত দিক খতিয়ে দেখেন।

See also  মঙ্গলকোট আমরা কজন পরিচালনায় দুই দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি