আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষ ব্লকের লোদনা অঞ্চলে লোদনার মাঠে এমেলে কাপ নামে খেলা হবে দিবস পালন

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

খেলা হবে স্লোগানকে সামনে রেখে ভোট বৈতরণী পার করেছে তৃণমূল। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় বহাল তবিয়তে তৃণমূল সরকার। আজ 16 ই আগস্ট। সারা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে খেলা হবে দিবস। তাই একুশের বিধানসভা নির্বাচনে “খেলা হবে” নামক জনপ্রিয় স্লোগানের ভূমিকার কথা বিচার করে খেলা হবে দিবস পালনের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজ পায়রা উড়িয়ে খেলা হবে দিবসের শুভ সূচনা করলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা। আজ খণ্ডঘোষ ব্লকের লোদনা অঞ্চলে লোদনার মাঠে এমেলে কাপ নামে খেলা হবে দিবস পালিত হয়। 1980 সালে ফুটবল টুর্নামেন্ট দেখতে গিয়ে 16 জন মানুষ পদপৃষ্ট হয়ে মারা যায়। তাঁদের স্মৃতির উদ্দেশে দিবস পালিত হচ্ছে।

আজকের যুব সমাজ খেলার মাঠ থেকে অনেকটাই দূরে। অ্যান্ড্রয়েড ফোন আর সোশ্যাল মিডিয়া মুখী যুবসমাজকে আবার মাঠে ফিরিয়ে নিয়ে যেতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব সমাজের আইকন অভিষেক বন্দোপাধ্যায় বিভিন্ন কর্মসূচী ও প্রকল্প গ্রহণ করেছেন। আজকের ৮ দলীয় এই ফুটবল টুর্নামেন্ট এ উপস্থিত ছিলেন বিসিসিআই এর সদস্য তথা পুলিশ অফিসার মুন্সী হাফিজুর রহমান, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, বর্ধমান জেলা সভাধিপতির সম্পা ধারা, এদিনের এই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য অগণিত মানুষ ভিড় করে লোদনা অঞ্চলের মাঠে।

See also  রামপুরহাটে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের কৃষি মন্ত্রী ড: আশিস ব্যানার্জি ও এলাকার বিধায়ক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি