প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- মারধোরের পর মুখে বিষাক্ত কিছু ঢেলে দিয়ে
সৎ মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হল ছেলে ও বৌমা ।মাতৃ হত্যার এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার কালাড়াঘাট গ্রামে । পেশায় আশা কর্মী মা মণিকা বোস (৪৫) কে খুনের অভিযোগে ধৃতরা হল ছেলে সুভাষ বোস ওরফে বাবাই ও বৌমা আল্পনা বোস । মৃত ও ধৃত সকলেরই বাড়ি কালাড়াঘাট গ্রামে । মঙ্গলবার বর্ধমান
মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে মৃতার দেহের ময়না তদন্ত হয় । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন মৃতার বাবা কাশিনাথ নন্দী ও তাঁর পরিজনরা ।
মৃতা আশা কর্মী মণিকা বোসের বাপের বাড়ি
জামালপুর থানার সন্নিকটে হাওয়াখানা পাড় এলাকায় । মণিকাদেবীর বাবা কাশীনাথ বাবু এদিন জানান ,কালাড়াঘাট নিবাসী দিলীপ বোসের স্ত্রী তাঁর পুত্রসন্তান সুভাষ কে জন্ম দেওয়ার কয়েক বছর বাদ মারা যান।এরপর সংসার সামলানো ও নাবালক সন্তান সুভাষকে প্রতিপালনের জন্য ব্যবসায়ী দিলীপ বোস পুনর্বিবাহের মনস্থির করেন। বছর ১৬ আগে তাঁর মেয়ে মণিকার সঙ্গে বিয়ে হয় দিলীপ বোসের । মণিকা নিজে নিঃসন্তান থেকে গিয়ে সুভাষ কে পুত্র স্নেহে বড় করে তেলেন । বছর ১০-১১ আগে দিলীপ বোস মারা যান । তারপরেও সবকিছু ঠিকঠাকই চলছিল । সংসারে অশান্তি তৈরি হয় সুভাষ তাঁর সৎ মা মণিকা দেবীর মতামতকে কোন গুরুত্ব না দিয়ে নিছের ইচ্ছায় ছয় মাস আগে বর্ধমানের বড়শুলের তরুণী আল্পনাকে বিয়ে করার পর থেকে । এই বিয়ে মেনে নিতে না পেরে মণিকাদেবী কালাড়াঘাটের একই বাড়িতে আলাদা থাকছিলেন ।
কাশীনাথ বাবু বলেন, সোমবার বিকালে সুভাষ তাঁকে ফোন করে জানায়, মা (মণিকা)কেমন করছে । এমনটা শুনেই তিনি মেয়ের বাড়িতে ছুটে যান । সেখানে গিয়ে দেখেন বাড়ির মেঝেতে মণিকা ছটফট করছে । মেয়ে মণিকার শরীরে আঘাতের দাগও দেখতে পান । কাশীনাথবাবু জানান ,শারীরিক ওই কষ্টের মধ্যেই মেয়ে মণিকা তাঁকে জানায় ,মারধোরের পর তাঁর মুখে বিষ জাতীয় কিছু ঢেলে দিয়েছে ছেলে সুভাষ ও তাঁর বৌ আল্পনা ।
এমনটা শোনার পরেই পরিবারের লোকজন মণিকাদেবীকে দ্রুত জামালপুর ব্লক প্রাথমিক
স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক মণিকাদেবীকে মৃত বলে জানান ।
এই ঘটনা সবিস্তার উল্লেখ করে সোমবার রাতেই কাশীনাথ নন্দী জামালপুর থানায় সুভাষ ও তাঁর স্ত্রী আল্পনার বিরুদ্ধে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন ।
এসডিপিও আমিনুল ইসলাম খান জানিয়েছেন ,দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সুভাষ বোস ও তাঁর স্ত্রী আল্পনার বিরুদ্ধে খুনের মামালা রুজু হয়েছে। এদিন তাঁদের গ্রেপ্তার করা হয়েছে । ধৃত দুইজনকেই বুধবার পেশ করা হবে বর্ধমান আদালতে ।