আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জামালপুরে বিধ্বংসী আগুনে পুড়লো দোকান । দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসলো আগুন ।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ২৪ অক্টোবর 

বিধ্বংসী  অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মিভূত হল একটি ইলেকট্রনিক্সের দোকান ।  বৃহস্পতিবার ভোররাতে আগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের  জামালপুর থানার  অাঁটপাড়া বাজারে । দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে ।  প্রায় ছয় লক্ষাধীক টাকার সামগ্রী পুড়ে নষ্ট হয়েগেছে বলে দাবি করেছেন দোকান মালিক । 

পুলিশ  ও স্থানীয় সূত্রে জানাগেছে,   জামালপুরের  জাড়গ্রাম পঞ্চায়েতের  মরাবাঁধ গ্রামে বসবাস করেন ব্যবসায়ী সেখ আজিম মণ্ডল। অাঁটপাড়া বাজারে তার একটি বড় ইলেকট্রনিক্স ও চশমার দোকান  রয়েছে ।  বুধবার রাতে দোকান বন্ধকরে  তিনি বাড়ি চলেযান । ওই রাতে বাজারে   ডিউটি করছিলেন  সিভিক ভল্যান্টিয়াররা । ভোররাতের দিকে তারা দেখেন   সেখ আজিম মণ্ডলের  দোকানের ভিতরে আগুন জলছে ।  দোকান মালিককে খবর দেবার পাশাপাশি সিভিক ভল্যান্টিয়াররাই সেই বিষয়টি জানান   জামালপুর থানায় । পুলিশ দোকান মালিক সেখানে  পৌছানোর আগেই  আগুন ব্যাপক আকার নেয় ।  পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুনের তীব্রতা  দেখে মেমারি দমকল   অফিসে খবর দেয় ।  সেখান থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায় ।


দোকানের  শাটারের তালা ভাঙার পর অনেক কশরত করে দমকল কর্মীরা  আগুন নিয়ন্ত্রণে 

আনতে সক্ষম হন । শর্টশার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান পুলিশ ও দমকল আধিকারিকদের । ব্যবসায়ী সেখ আজিম বলেন , দোকানের থাকা প্রায় ছয় লক্ষাধীক টাকার সমস্ত সামগ্রী পুড়ে নষ্ট হয়েগেছে ।  তিনি বলেন ,অগ্নিকাণ্ডে তার অপুরণীয় ক্ষতি হয়েগেল । 

  
অন্যদিকে এদিন সন্ধ্যার  মুখে হঠাৎই গুসকরার সুকান্তপল্লী এলাকায়  বিদ্যুতের খুঁটির মাধায়  আগুন ধরেযায় । দাউদাউ করে আগুন জলতে থাকে।  এই  ঘটনা নিয়ে  এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।  খদর পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌছায় । 
পোলের  বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন  করে দেওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে ।শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান বিদ্যুৎ দফতরের কর্মীদের ।

See also  রড লাঠি দিয়ে মেরে বিজেপি নেতার হাত ও পা ভেঙে দেবার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি