ত্রিপুরায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রাম যাবার পথে হাসপাতালে হঠাৎই চলে আসেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন ত্রিপুরা আহত সুদীপ ও জয়া র শারীরিক অবস্থা। হাসপাতলে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন।
শনিবার, ৮ জন দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেসের যুব নেতা ত্রিপুরায় আহত হয়েছেন। তারপর রবিবার গভীর রাতেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে সুদীপ রাহা ও জয়া দত্তকে। প্রাথমিকভাবে দেবাংশু কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও বর্তমানে উডবার্ন ওয়ার্ডের 103 নম্বর কেবিনে ভর্তি রয়েছে সুদীপ রাহা। ইতিমধ্যেই এমআরআই করা হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে। আর জয়া দত্ত ভর্তি রয়েছে উডবার্ন ওয়ার্ডের 203 নম্বর কেবিনে।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের ছাত্র নেতাদের পুলিশের সামনে দাঁড় করিয়ে মারা হয়েছে। সুদীপের মাথা ফেটেছে। ওদের প্রায় 36 ঘন্টা কোন চিকিৎসা হয়নি। এমনকি অসুস্থ দের জল পর্যন্ত দেওয়া হয়নি। ওরা এতটা নির্দয় বিজেপি। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কেও হেনস্থা করেছে। গাড়ি ভাঙচুর করেছে। ওর গাড়ি সাধারণ হলেও তাহলে অভিষেকের মাথা ফেটে যেত। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে আক্রমণ করে মুখ্যমন্ত্রী আরো বলেছেন, আমি বিশ্বাস করি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এত সাহস নেই। যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কিছুই করা হয়নি। তবে এসব করে তৃণমূল কংগ্রেসকে কখনোই রোখা যাবে না। এমনটাই হুশিয়ার দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।