আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জলমগ্ন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী স্বপন দেবনাথ এবং সিদ্দিকুল্লা চৌধুরী

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ কুমার মন্ডল ( রায়না ) :- অতি বর্ষণের ফলে রাজ্যসহ পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বসতবাড়ি কোথাও ব্রিজ আবার কোথাও চাষযোগ্য জমি কোথায় রাস্তা আবার কোথায় চাষ যোগ্য পুকুর। রাজ্যের বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতা নেত্রীরা। পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের একলক্ষী বাজার সংলগ্ন অলি বাজার এলাকায় দেব খাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ এবং গ্রন্থাগারিক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সহ রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধাড়া,বিডিও অনিশা যশ,জেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মাধক্ষ ও সদস্যরা, রায়না দুই পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি যথাক্রমে পার্বতী ধারা মালিক ও আনসার আলী খান,পূর্ত কর্মাধক্ষ সৈয়দ কলিমুদ্দিন সহ অন্যান্যরা। প্রথমেই রায়না ২ ব্লকের সভাকক্ষে প্রেস মিট করেন দুই মন্ত্রী সহ বিডিও। বিডিও বলেন রায়না দুই ব্লকে ৫ হাজার কৃষকের চাষযোগ্য জমির ক্ষতি হয়েছে অতিবৃষ্টির ফলে।

২ হাজার হেক্টর কৃষি জমিতে জল দাঁড়িয়ে আছে। ৭০ টনের কাছাকাছি পুকুরের মাছ ভেসে চলে গেছে, অর্থাৎ মৎস্যচাষীদের ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৫ হেক্টর পুকুর এর জল ওভার ফ্লো হয়ে গেছে। রায়না ২ ব্লকের মধ্যে তিনটি গ্রাম পঞ্চায়েতের বসতবাড়ি অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরুই গ্রাম পঞ্চায়েত, উচালন গ্রাম পঞ্চায়েত এবং উচালন গ্রাম পঞ্চায়েত কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত সমগ্র ব্লকে ১১টি বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বড়বৈনান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাতাসপুর এলাকায় একটি রাস্তা ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আরো অন্যান্য বেশকিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উচালন গ্রাম পঞ্চায়েত অন্তর্গত একলক্ষী বাজার সংলগ্ন যে দেব খালটি রয়েছে অতিবৃষ্টির ফলে প্রচুর পরিমাণে জল নিকাশি হওয়ায় বাঁধে ধস নেমেছে। ফলস্বরূপ একটি শ্মশান চুল্লি পুরোপুরিভাবে দেব খালে ভেসে গেছে। সাথে সাথে একটি কাঠের ব্রিজ সেটাও সম্পূর্ণ ভাবে ভেঙে দেব খালে তলিয়ে গেছে। বর্ধমান এবং বাঁকুড়ার সংযোগকারী একটি পাকা ব্রিজ আছে সেই ব্রিজের ও আংশিক ক্ষতি হয়েছে। প্রেস মিট শেষে উচালন গ্রাম পঞ্চায়েতের একলক্ষী বাজার সংলগ্ন অলি বাজার এলাকায় দেব পরিদর্শনে যান দুই মন্ত্রীসহ উপস্থিত ব্যক্তিরা।

See also  দারকেশ্বর নদীর চর থেকে ৬টি তর তাজা বোমা উদ্ধার

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন এলাকা পরিদর্শন করে এলাম। রায়না বিধানসভার বিধায়ককে ওই শ্মশানের চুল্লি করে দেয়ার ব্যবস্থা করে দিতে বললাম তার বিধায়কের তহবিল থেকে। পাকা বৃষ্টি যেহেতু জেলা পরিষদের তাই জেলা সভাধিপতি ও জেলাশাসকের সঙ্গে আলোচনা করি ব্যবস্থা করা হবে। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন শুধুমাত্র উচালন এলাকাটি সরকারিভাবে সংস্কার করা তাই নয় সমগ্র পূর্ব বর্ধমান জেলা তথা দক্ষিণ দামোদর এর সমস্ত জায়গা গুলি পরিদর্শন করা হবে। ব্লকের ভিডিও দের বলা হয়েছে সমস্ত রিপোর্ট জেলাশাসককে এবং নবান্নে লিখিতভাবে জানাতে। এরপর আমরা রায়না এক ব্লকের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাব।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি