২০ জুলাই প্রকাশিত হবে মাধ্যমিকের (Madhyamik result 2021) ফলাফল। সকাল ৯টায় ফল জানাবে মধ্যশিক্ষা পর্যদ। বেলা ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাবে ফলাফল। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পর্ষদ। কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল, তাও এদিন জানিয়ে দেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতির জন্য এবার দশম শ্রেণির পরীক্ষা হয়নি। ফলে পড়ুয়ারা অ্যাডমিট কার্ডও পায়নি। তাই এবার পড়ুয়াদের ফল জানতে হবে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে। স্কুল থেকে মার্কশিট নিয়েও ব্যবহৃত হবে রেজিস্ট্রেশন নম্বর। মঙ্গলবার থেকে স্কুলে মিলবে মার্কশিট। এদিকে এবার মেধা তালিকা প্রকাশিত হবে না বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।