বর্ধমান :- ইন্টার্নাল পরীক্ষা পদ্ধতির বিরোধিতা করে কলেজের সামনে অবস্থান বিক্ষোভ করল এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা। কলেজ থেকে নোটিফিকেশন জারি করে বলা হয়েছিল যে, বাড়িতে বসে অনলাইনে প্রথম এবং দ্বিতীয় ইন্টারনাল পরীক্ষা দেওয়ার সময় ভিডিও ক্যামেরা অন করে পরীক্ষা দিতে হবে।
অন্যদিকে ছাত্রদের দাবি, সকল ছাত্র-ছাত্রীদের আর্থিক অবস্থা সমান নয়। তাই সকলের কাছে উচ্চ প্রসেসরযুক্ত ভালো ব্যাটারির ফোন নাও থাকতে পারে। এমনকি সব এলাকায় ইন্টারনেট কানেকশন সমান নয়। এমনকি ভিডিও ক্যামেরা অন করো পরীক্ষা দিতে গেলে প্রচুর পরিমাণে নেট খরচ হবে, যা জোগানো সম্ভব হবেনা ছাত্র-ছাত্রীদের।
তাই আগের প্রতিটি সেমিস্টার এবং ইন্টারনাল পরীক্ষা যে পদ্ধতিতে নেওয়া হয়েছে ঠিক সেই পদ্ধতিতেই সাথে আবারো পরীক্ষা নেওয়া হয় তার দাবিতে সরব হয়েছে ছাত্রছাত্রীরা। ছাত্ররা জানায়, তারা পরীক্ষার বিরুদ্ধে নয় পরীক্ষা পদ্ধতির বিরুদ্ধে। ছাত্রদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়ে দিয়েছে।