মঙ্গলকোট ( আমিরুল ইসলাম ) :- তিন দিনের মধ্যে গ্রেফতার হবে নিহত অসীম দাসের আততায়ীদের এমনটাই জানালেন অনুব্রত মণ্ডল।আজ বিকেল চারটে নাগাদ অনুব্রত মণ্ডল অসীম দাসের বাড়ি সিউর গ্রামে আসেন।অনুব্রত মণ্ডল কে আশায় এলাকা বাসির ঢল চোখে পড়ার মতন।
পরিবারের সাথে কথা বললেন এবং পরিবারের স্ত্রী ও ছেলে কে পাশে নিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন যে তিন দিনের মধ্যে অভিযুক্তদের ধরতে হবে এবং সে যে দলেরই হোক তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে ।
আজ পূর্ব বর্ধমান জেলা পুলিশ একটি সীট গঠন করেন সিটের নেতৃত্ব দেবেন অ্যাডিশনাল এসপি ধ্রব দাস এবং সঙ্গে থাকবেন আরও ছয়জন পুলিশ অফিসার।
আজ কলকাতা থেকে কি ফরেনসিক দলের আসার কথা থাকলেও দলটি আসেননি শোনা যাচ্ছে আগামীকাল সেই দলটি আসবেন পর্যবেক্ষণে।