আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভয়াবহ পথ দুর্ঘটনা পূর্ব বর্ধমানের কালনায় ,মৃত ২- জখম ৪৭ । পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ ,অগ্নিগর্ভ কালনা ,আটক বেশকয়েকজন।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ও লক্ষ্মীশ্রী রায়  বর্ধমান ৭ অক্টোবর 

পুলিশের তাড়া খেয়ে গতী বাড়িয়ে  যেতেথাকা  বাইক আরোহীদের সঙ্গে ধাক্কা লেগে  সড়কপথের উপর উল্টে যায় যাত্রীবাহী বাস ।  ভয়াবহ এই দুর্ঘটনায় বাসের ৪৭ জন যাত্রী জখম হবার পাশাপাশি মৃত্যু হয়  দুই বাইক আরোহীর । বৃহস্পতিবার বেলা পৌনে বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের   কালনার আটঘরিয়া সিমলন পঞ্চায়েতের কেষ্টপুর এলাকায় । পুলিশ সূত্রে জানাগেছে মৃতরা হলেন ফিরোজ মণ্ডল (২৬)ও সাজাহান কারিকর (৩৪)।  দুজনেরই বাড়ি নদীয়ার শান্তিপুড়ের সুতাগড় এলাকায় । জখম বাসযাত্রীরা চিকিৎসাধীন রয়েছেন কলনা মহকুমা হাসপাতাল ও কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ।

এই দুর্ঘটনা নিয়ে এদিন অগ্নিগর্ভ হয়েওঠে দুর্ঘটনাস্থল ও কালনা হাসপাতাল সংলগ্ন এলাকা । এদিন দুর্ঘটনার খবর পেয়েই কালনার   বুলবুলিতলা পুলিশ ফাঁড়ির ইনচার্য কুণাল বিশ্বাস সহ অন্য পুলিশ কর্মীরা কেষ্টপুরে  পৌছান । পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করলে তাদের উত্তেজিত জনতার প্রবল বাধার মুখে পড়তে হয় । সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার হাতে নিগৃহীত  হন  বুলবুলি তলা ফাঁড়ির ইনচার্য কুণাল বিশ্বাস । উত্তেজিত জনতার তাড়া খেয়ে তিনি  রাস্তার ধারে  নয়ানজুলির পাঁকে পড়ে যান ।পরে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে উত্তেজনা সামালদিয়ে মৃতদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায় ।এরপর এদিন দুপুরের থেকে  বিক্ষোভের ঢেউ  আছড়ে কালনা মহকুমা হাসপাতালের সামনের রাস্তায়। বিক্ষোভকারীরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে দফায় দফায় পথ অবরোধ বিক্ষোভ দেখায় । এক সিভিক ভল্যান্টিয়ারের মোটরবাইকেও আগুন লাগিয়ে দেয়  বিক্ষোভ কারীরা । বিশাল পুলিশ ও র‍্যফ বাহিনী ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলতে গেলে উত্তেজনা চরমে ওঠে । পুলিশ ও উত্তেজিত জনতার মধ্যে একপ্রস্থ খণ্ডযুদ্ধ বেঁধেযায় । বিকাল ৫ টার পর ক্ষোভ বিক্ষোভ সামাল দিয়ে পুলিশ অবরোধ  তুলতে সমর্থ হয় । দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়ি আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।

প্রত্যক্ষদর্শী খোকন সেখ ও মৃতের আত্মীয় ইয়াজউদ্দিন ধাবক জানিয়েছেন,গুসকরা কালনা রুটের বেসরকারী যাত্রীবাহী বাসটি  এদিন বেলার কালনার দিকে যাচ্ছিল ।পথে থাকা সিভিক ভল্যান্টিয়ারা বিপরিত দিক থেকে আসা বাইক আরোহীকে তাড়া করে ।  সেই তাড়াখেয়ে গতি বাড়িয়ে  বর্ধমান কালনা রোড ধরে এগিয়ে যায় বাইক আরোহীরা ।  পথে কেষ্টপুরের কাছে চলন্ত বাসটির সামনে  হঠাৎতই বাইক আরোহীরা চলে আসলে বাস চালক নিয়ন্ত্রন হারায় । বাসের সঙ্গে বাইকের সজোরে ধাক্কা লাগার পর বাসটি রাস্তার উপর সম্পূর্ণ উল্টেযায় ।  বাইক সহ রাস্তা থেকে বেশকিছুটা দূরে ছিটকে পড়ে দুই বাইক আরোহী । ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয় । জখম বাসযাত্রীরা রক্তাত অবস্থায় আর্তনাদ শুরু করেন । স্থানীয়রা বাসের জানালার কাঁচ ভেঙে জখমদের উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে জখমদের সকলকে  কালনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ।তারই মধ্যে এই দুঘটনার খবর  এলাকায় ছড়িয়ে পড়তেই বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হন ।পুলিশের তাড়া খাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এমন খবর এলাকায় চাউর হতেই উত্তেজনা চরমে ওঠে । তৈরি হয়েযায় অগ্নিগর্ভ পরিস্থিতি । কালনা হাসপাতালের সুপার চিকিৎসক কৃষ্ণচন্দ্র বরাই জানিয়েছেন দুর্ঘটনায় জখম ৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। দুজন ঘটনাস্থলেই মারাগেছে । জখমদের বেশকয়েক জনের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে ।  

জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের । আহত সকলের চিকিৎসা চলছে ।এদিন অশান্তি সৃষ্টি ও একটি গাড়ি জ্বালিয়ে দেবার ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে বেশ  কয়েকজনকে । পুলিশের টাকা তোলা বা তাড়া করা কোন  অভিযোগই সত্য নয় বলে তিনি জানিয়েছেন । 

See also  হুগলি জেলার প্রাণিসম্পদ ও মৎস্য দফতরের  নয়া উদ্যোগ,লাভের মুখ দেখবে মাছ চাষীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি