আমিরুল ইসলামের রিপোর্টপূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বিধায়ক সুভাষ মন্ডল তার দলীয় লোকজনদের নিয়ে আজ ভাতার বাজারে দলীয় ফ্লাগ টাঙ্গালেন বিভিন্ন জায়গায়।
ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল বলেন, আমি কলেজ থেকে রাজনৈতিক এর সঙ্গে যুক্ত। তখন থেকেই বিভিন্ন জায়গায় দলীয় ফ্লাগ টাঙ্গালেনোর কাজের সঙ্গে যুক্ত আছি। দলীয় কর্মীদের কে নিয়ে এধরনের কাজ করতে আমায় ভালো লাগে। আজ ভাতার বাজারে এই কাজ করছি।অপরদিকে দলীয় কর্মী বাবলু শেখ জানান, আমাদের বিধায়ক যেভাবে উৎসাহ দান করছেন, তাতে করে আগামী দিনে আমাদের দলের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দিলেন।