আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বৃষ্টির জলে জলমগ্ন রায়নার বিস্তীর্ণ এলাকা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( রায়না ) :- পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত সেহারা গ্রাম পঞ্চায়েতের বেঁন্দুয়া গ্রামে বেশকিছু টা অংশ ডিভিসির জলে জলমগ্ন। বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। বেশ কয়েকদিন ধরে হাল্কা মাঝারি এবং মুষলধারে বৃষ্টিপাত এর কারণে ডিভিসির জলে জলে মগ্ন হয়ে গিয়েছে সেহারা জিপির অন্তর্গত বেঁন্দুয়া গ্রাম। কৃষি প্রধান অঞ্চল হওয়ার কারণে কৃষকরা এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বেশিরভাগ সবজি ওই এলাকায় চাষ হয়।

ডিভিসির জলে জলমগ্ন হওয়ার ফলে সবজি চাষিদের মাথায় হাত পড়েছে। কি করবেন তা ভেবেই পাচ্ছেন না। ঠিক সেই কারণে সরকারের কাছে গ্রামবাসীদের আবেদন এই যে, তাদের দিকে যেন একটু নজর দেওয়া হয়। কৃষিজমি থেকে শুরু করে ঘরবাড়ি সব কিছুরই ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। এই ক্ষতি কিভাবে সামাল দেবেন তা ভেবে পাচ্ছেন না গ্রামবাসীরা। তাই সরকারের মুখাপেক্ষী হয়ে রয়েছেন তারা।

See also  হুগলীর শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে কেন্দ্রীয় পযবেক্ষক দল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি