কৃষ্ণ সাহা ( রায়না ) :- আজ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রায়না বিধানসভার অন্তর্গত রায়না এক নম্বর ব্লকের পক্ষ থেকে বিধায়িকা সম্পা ধারার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলিতে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। ঠিক সেই কারণে সারা বিশ্ববাসীর প্রতি বিধায়িকা সম্পা ধারার আবেদন তারা যেন প্রত্যেককে বাড়িতে দশটা করে গাছ লাগায় এবং তার রক্ষণাবেক্ষণ করে।
কারণ পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে গেলে সবার আগে প্রয়োজন বৃক্ষরোপণ করা। তবে শুধু গাছ লাগালে হবে না তার সাথে করতে হবে রক্ষণাবেক্ষণ। এদিনের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রয়না বিধানসভার বিধায়িকা সম্পা ধারা, বিডিও লোকনাথ সরকার, বিশিষ্ট সমাজসেবী বামদেব মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্ত, জেলা পরিষদের সকল সদস্য, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বেশ কিছু সাধারন মানুষ। আজ প্রায় ৫০০ টি ফলের গাছ লাগান সকলে মিলে।