আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুই বিজেপি সমর্থককে কানধরে ওঠবোস
করানোর ঘটনার বিষয়ে তপশিলি কমিশন ও মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল বিজেপি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- দুই বিজেপি সমর্থককে কানধরে ‘ওঠবোস’ করানোর ঘটনা নিয়ে রাজ্যের তপশিলি কমিশন ও মানবাধিকার কমিশনে অভিযোগ জানালো বর্ধমানের বিজেপি নেতৃত্ব ।একই সঙ্গে বর্ধমান থানা ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারকেও চিঠি দিয়ে জানানো হয়েছে বলে দাবি করেছেন বিজেপির নেতারা ।যদিও জেলার পুলিশ কর্তারা জানিয়েছেন, রবিবার সন্ধ্যা পর্যন্ত তাঁরা কোন অভিযোগ পান নি ।

দুই বিজেপি সমর্থককে প্রকাশ্য দিবালোকে কানধরে ওঠবোস করানোর ঘটনার ভিডিও
শনিবায় ভাইরাল হয় । তা নিয়ে শোরগোল পড়েযায় রাজনৈতিক মহলে । এরপরেই বর্ধমান দক্ষিণ বিধানসভার বিজেপির আহ্বায়ক কল্লোল নন্দন তপশিলি কমিশন ও মানবাধিকার কমিশনকে চিঠি করে ঘটনায় কথা জানান । কল্লোলবাবু এদিন বলেন, “ শহর বর্ধমানে এই ধরণের ঘটনা লাগাতার ঘটছে।কিন্তু সব জেনেও প্রশাসন নির্বিকার হয়ে রয়েছে।এর আগেও বর্ধমান শহর লাগোয়া একটি বাজারে বিজেপি কর্মী পরিবারের এক মহিলাকে কান ধরে ‘ওঠবোস’ করানোর ভিডিয়ো ভাইরাল হয়েছিল । কল্লোল বাবুর অভিযোগ দুটি ঘটনাই ঘটিয়েছেন তৃণমূলের নেতা নেত্রীরা।জেলা পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, “অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে“ ।

দুই বিজেপি সমর্থককে কানধরে ওঠবোস করানোর কথা শনিবার স্বীকার করেছিলেন তৃণমূলের এসসি ও ওবিসি সেলের জেলা সম্পাদক অশোক মণ্ডল।যদিও জেলা তৃণমুলের অন্য নেতৃত্ব এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ ।
তাঁদের বক্তব্য এই ধরনের ঘটনার জন্যে দলের মুখ পুড়ছে। যারা এইসব করছে তারা
দলের নির্দেশ ‘অমান্য’ করেই এইসব করছে । কেউ কেউ এইসব করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ বলেন, “এমন বিশৃঙ্খল কাজকর্ম মুখ্যমন্ত্রী বরদাস্ত করবেন না।যাঁরা এইসথ ঘটনা ঘটাচ্ছেন বা ঘটাবেন বলে ভাবছেন, তাঁরা আমাদের দলের কেউ নয় ।

See also  বালি থেকে পয়সা কামাবো , পঞ্চায়েতে টেন্ডার করা নিয়ে পয়সা কামাবো , ভাই তুমি পয়সা কামাও হজম করতে পারবে না - অলোক মুখার্জী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি