আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কালবৈশাখীর তাণ্ডবে রায়নার চাষিদের মাথায় হাত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( রায়না ) :- পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকের অন্তর্গত উচিৎপুর গ্রামের ধান চাষিদের বেহাল অবস্থা। কালবৈশাখী ঝড়ের তান্ডব আর প্রবল বৃষ্টিতে সমস্ত ধান জলের তলায়। জলের তলায় ধান চলে যাওয়া মানে সেই ধান আর বিক্রি হবে না। এই কথা ভেবেই মাথায় হাত পড়েছে ধান চাষীরা। উচিৎপুর এলাকায় বেশিরভাগ চাষিরা ক্ষুদ্র চাষী। কেউ ঠিকা নিয়ে চাষ করেন তো কেউ ভাগে চাষ করেন। মূলত কৃষিকাজের উপরেই নির্ভর করে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জীবিকা নির্বাহ করতে হয়।

অনেকেই আবার মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে চাষ করেছেন। কিন্তু তারই মধ্যে বেশ কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টিতে ধান চাষে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। এর মধ্যে সরকারের মুখাপেক্ষী হয়ে পড়েছে উচিৎপুর গ্রামের কৃষকরা। উচিৎপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব গুহ জানিয়েছেন, ক্ষুদ্র প্রশাসক হিসেবে যতটুকু করণীয় সবটাই করবেন। সহ কৃষি অধিকর্তার মাধ্যমে গ্রামবাসীদের কৃষিকাজের বেহাল দশার কথা রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

See also  মাধবডিহি থানার পুলিশের মানবিক মুখ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি