আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমানের জেলাপরিষদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান বিধায়কদের

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
পূর্ব বর্ধমান জেলার নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা দিলো পূর্ব বর্ধমান জেলাপরিষদ।মঙ্গলবার জেলাপরিষদের গোলঘরে রাজ‍্যের প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বাকি বিধায়কদের ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানালো জেলাপরিষদের মেন্টর উজ্বল প্রমানিক ও বাগবুল ইসলাম।
এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সম্পা ধারা ,খোকন দাস ,নিশিথ মালিক ,অলোক মাঝি সহ পূর্ব বর্ধমান জেলার অনান‍্য বিধানসভার বিধায়করাও,ও জেলাপরিষদের কর্মাদক্ষ‍্য গন।
Krishaksetu News Bangla
Krishaksetu News Bangla
এদিন জেলাপরিষদের সহকারি সভাধিপতি দেবুটুডু বলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা থেকে নির্বাচিত যারা বিধায়ক হয়েছেন যারা তাদের সংবর্ধনা জানানো হয়েছে জেলাপরিষদের তরফ থেকে আগামী দিন মানুষের স্বার্থে উন্নয়নের জন‍্য কাজ করবেন।
তিনি আরো বলেন এই বর্ধমান শহরে এতো বিপুল জয় তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত‍্যেকটি মানুষকে নতমস্তকে প্রনাম জানাই ।

পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহা ও সুদীপ্ত দত্তের রিপোর্ট

See also  জেলাস্তরে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার জয় ত্রিলোকচন্দ্রপুর উচ্চ বিদ্যালযের।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি