পূর্ব বর্ধমান জেলার নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা দিলো পূর্ব বর্ধমান জেলাপরিষদ।মঙ্গলবার জেলাপরিষদের গোলঘরে রাজ্যের প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বাকি বিধায়কদের ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানালো জেলাপরিষদের মেন্টর উজ্বল প্রমানিক ও বাগবুল ইসলাম।
এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সম্পা ধারা ,খোকন দাস ,নিশিথ মালিক ,অলোক মাঝি সহ পূর্ব বর্ধমান জেলার অনান্য বিধানসভার বিধায়করাও,ও জেলাপরিষদের কর্মাদক্ষ্য গন।
এদিন জেলাপরিষদের সহকারি সভাধিপতি দেবুটুডু বলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা থেকে নির্বাচিত যারা বিধায়ক হয়েছেন যারা তাদের সংবর্ধনা জানানো হয়েছে জেলাপরিষদের তরফ থেকে আগামী দিন মানুষের স্বার্থে উন্নয়নের জন্য কাজ করবেন।
তিনি আরো বলেন এই বর্ধমান শহরে এতো বিপুল জয় তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি মানুষকে নতমস্তকে প্রনাম জানাই ।
পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহা ও সুদীপ্ত দত্তের রিপোর্ট