আসন্ন ঈদ উৎসব। চলছে রমজান মাস। আর এই সময়ে প্রায় 15 টি দুস্থ পরিবারের হাতে বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী এনামুল হক ও বর্ষীয়ান সাংবাদিক নূর আহমেদ। ক্রমশ করণা সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন। সময় মতন সাধারন মানুষ বাইরে বেরোতে পারছেন না। আর দুস্থ পরিবার গুলো তো নুন আনতে পান্তা ফুরায়।এক বেলা বাইরে না বেরোলে তাদের খাওয়া জোটে না।
সেই সময় দোস্ত মানুষগুলোর পাশে দাঁড়ালেন বর্ষীয়ান সাংবাদিক নূর আহমেদ ও বিশিষ্ট সমাজসেবী এনামুল হক। এদিন তার বাড়ি থেকে বিশিষ্ট সমাজসেবী এনামুল হক এর সহায়তায় প্রায় পনেরো পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে তুলে দিলেন খাদ্য বস্ত্র। স্বাভাবিকভাবে তাদের এই কর্মপ্রয়াস খুশি সকলেই। একজন সাংবাদিক হিসেবে শুধুমাত্র সংবাদ সংগ্রহ করাই কাজ নয়। বরং সামাজিক দায়বদ্ধতা থেকে দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক সহায়তা করা একজন সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য। যা নিষ্ঠার সাথে পালন করলেন সাংবাদিক নূর আহমেদ ও ও বিশিষ্ট সমাজসেবীএনামুল হক। তাদের এই প্রয়াস অনু স্বীকার্য।