মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার বড়জোড়া থানার এলাকার ঘুটগোড়িয়া গ্রামে। মৃতরা হলেন রোহিত বন্দ্যোপাধ্যায়(২৫) ও মন্দিরা বন্দ্যোপাধ্যায়(২১)। ঘটনাস্থল থেকে দেহ দুটি উদ্ধার করে বড়জোড়া থানার পুলিশ।
জানা গেছে, অশান্তির জেরে এদিন সন্ধ্যায় দুজনের মধ্যে বচসা বাধলে স্ত্রীর মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করেন স্বামী। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রী মন্দিরার।
এরপর বাড়িতেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন স্বামী রোহিতও। ঘটনার তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ। বুধবার মৃতদেহ দুটি মময়নাতদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে বড়জোড়া থানার পুলিশ।