পূর্ব বর্ধমান থেকে বাদশা সেখ এর রিপোর্ট
করোনা কাঁপুনির মধ্যেই বৃহস্পতিবার বাংলায় ষষ্ঠ দফায় ভোটগ্রহণ। আজ মোট ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর জেলায় ভোটগ্রহণ চলছে। একদিকে, হ্যাটট্রিক করতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ‘অভূতপূর্ব সাফল্যে’র ধারা বজায় রেখে ‘সোনার বাংলা’ গড়তে মরিয়া বিজেপি ।
সাত সকালেই বিদ্যা নগর হাই স্কুলে ভোট দিলেন পূর্বস্থলীর দক্ষিণ বিধাসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন দেবনাথ , সারাদিন বুথে বুথে ঘুরে নির্বাচন প্রক্রিয়া ঘুরে দেখবেন বলে জানান তৃণমূল প্রার্থী। পূর্বস্থলীর ভোট নিয়ে আত্মবিশ্বাসী স্বপন দেবনাথ বলেন এখনও পর্যন্ত পরিস্থিতি ভালোই।
মানুষ লাইন দিয়ে ভোট দিচ্ছে। কোনও অশান্তির খবর নেই। তিনি সারা বছর মানুষের সঙ্গে থেকেছেন, রাজ্য সরকার মানুষের কল্যাণে কাজ করেছে গত ৫ বছর। তারই নিরিখে ভোট পড়বে ইভিএমে।পূর্ব বর্ধমান থেকে বাদশা সেখ এর রিপোর্ট