বাদশা শেখ ( পূর্বস্থলী ) :- পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমন বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর দিকেই অঙুল তুললেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ এবং পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ ও তপন চট্টোপাধ্যায় সমর্থনে বৈদ্যপুর মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই জনসভায় নিজের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাইরে থেকে যারা এখন এই রাজ্যে আসছে তারা কভিড নিয়েই আসছে ।মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার প্যান্ডেল তৈরি করতে যে সমস্ত ডেকোরেটররা বাইরে থেকে আসে, তারা সবাই কি কোভিড টেস্ট করিয়ে বাংলায় আসছে ? মুখ্যমন্ত্রী দাবি করেন বাইরের ওই লোকজনই ছড়াচ্ছে কভিড । এরপর বাংলায় কিছু হলে দায়ী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আরও বলেন ,বাইরে থেকে নেতারা ইতিমধ্যেই বিভিন্ন গেস্ট হাউসে ঘরভাড়া নিয়ে বাংলায় বসে আছেন ।তাদেরও হয়তো কভিড রয়েছে। কোভিড নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, বাইরে থেকে কিছু জন এসে পানবাহার খেয়ে এখানে মুখ দিয়ে লালা ঝরাচ্ছে সেই গুন্ডারা বিজেপি দলের পান্ডা। তা নিয়ে প্রতিবাদ করলেই গুলি চালিয়ে করে দাও ঠান্ডা। বিজেপির এটাই একটা কাজ ।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি