আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শীতলকুচির গুলি কাণ্ডের প্রতিবাদে হুইল চেয়ারে বসে মোমবাতি হাতে নিয়ে বর্ধমানে রোডশো করলেন তৃণমূল সুপ্রিমো

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ঠিক আগের দিনেই রবিবাসরীয় বিকালে বর্ধমানে রোডশো করেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।প্রচুর সংখ্যক দলীয় কর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি হুইল চেয়ারে বসে মোমবাতি হাতে নিয়েই রোডশোয়ে অংশ নেন।বর্ধমানবাসীর জনসমর্থন যে তাঁর দিকেই রয়েছে তা তুলে ধরেই এদিন তৃণমূল সুপ্রিমো মোদী ব্রিগেডের কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল ।যদিও তৃণমূল নেত্রীর রোড শো কে তেমন গুরুত্ব দিতে চাইছেন না বর্ধমানের বিজেপি নেতৃত্ব ।এই প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্যামল রায়ের বক্তব্য, “মোদীজীর সভায় যে জনসমাগম হবে তা দেখে বর্ধমানের দুই আশনের তৃণমূল প্রার্থী ও নেতাদের চোখ কপালে উঠেযাবে” ।


বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে রোডশো এদিন বর্ধমানের পুলিশ লাইন বাজার থেকে শুরু হয় । শেষ হয় বর্ধমান স্টেশন পর্যন্ত গিয়ে । মূলত বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাসের সমর্থনে এদিন রোড শো করেন মমতা।এদিন নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পর মমতার রোড শো শুরু হয়। দুপুর ৩টে ৪০ মিনিট নাগাদ পুলিশ লাইনের মাঠে কপ্টার থেকে নামেন মুখ্যমন্ত্রী । তারপর পুলিশ লাইন বাজার থেকে রোডশো শুরু করেন।রোডশো শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় স্পন্দন কমপ্লেক্সের মাঠ থেকে কপ্টারে চেপে কলকাতার উদ্দেশ্য রওনা দেন
। রোড শোয়ে পা মেলায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস, বর্ধমান উত্তরের প্রার্থী নিশীথ মালিক, জামালপুরের প্রার্থী অলোক মাঝি, গলসির প্রার্থী নেপাল ঘরুই, রায়নার প্রার্থী শম্পা ধাড়া, খণ্ডঘোষের প্রার্থী নবীনচন্দ্র বাগ।এছাড়াও ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্বস্থলী দক্ষিনের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ, কাটোয়ার প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্য জেলা নেতৃত্ব।


তৃণমূল নেত্রীর রোডশো জনপ্লাবনের চেহারা নেয় । তার জেরে এদিন দুপুরের পর থেকেই জিটি রোডে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। ফলে শহর তো বটেই,শহরের বাইরের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।অন্য সব রাস্তাও বন্ধ করে দেওয়া হয়।তারই মধ্যে তীব্র দাবদাহ উপেক্ষা করে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এদিন জিটি রোডের দুই ধারে বহু মানুষজন দাঁড়িয়ে ছিলেন ।এদিন মমতার রোড শোয়ের প্রথম সারিতে ছিল বিভিন্ন বাজনা।মহিলা ঢাকি,ব্যাণ্ডপার্টি, আদিবাসী নৃত্য। শীতলকুচিতে গুলিকাণ্ডে চার জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদেই মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি হাতে নিয়ে রোডশো অংশ নেন বলে জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন ।

See also  চিনে গিয়ে কার্যত গৃহবন্দী পূর্ব বর্ধমানের সাম‍্য কুমার রায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি