সৌরভ কালিন্দী ( রায়না ) :- রায়না বিধানসভার অন্তর্গত নাড়ুগ্রাম পঞ্চায়েতে র সমসপুর গ্রামে নির্বাচনী প্রচারে এলেন বিজেপি মনোনীত প্রার্থী মানিক রায়। দীর্ঘ 34 বছর ধরে এই অঞ্চল সিপিআইএম এর ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে রায়না বিধানসভা থেকে বিজেপির জয়লাভের বিষয়ে যথেষ্ট আশাবাদী বিজেপি মনোনীত প্রার্থী মানিক রায়। তাঁর মতে, সম্পা ধারা যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেণ, তিনি আগে সভাধিপতি ছিলেন। সভাধিপতি থাকা কালীন তিনি উন্নয়ন করতে পারতেন।
উনি নিজেকে রায়নার বাসিন্দা বলেন। কিন্তু রায়নার জন্য উনি কোনো কাজ করেননি। রায়নার রাস্তা ঘাট থেকে শুরু করে কি অবস্থা! কৃষকদের চাহিদা নিয়েও তিনি ভাবেননি। আজকে এসেছেন ভোট ভিক্ষা চাইতে।” এছাড়া রায়নার গত বারের বিধায়ককে গলসির বিধায়ক পদপ্রার্থী করা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মানিক রায়। দামোদরের ওপর কৃষক সেতু খুবই বিপদজনক। তাই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে কৃষক সেতুর পাশে আরেকটা ব্রিজ করবে বলেও আশ্বাস দিয়েছেন বিজেপি প্রার্থী মানিক রায়। বর্ধমান শহরকে ঢেলে সাজানোর পরিকল্পনা সহ দক্ষিণ দামোদর থেকে আসা বাসগুলির বর্ধমানে প্রবেশের সুবিধা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।