আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দক্ষিণ দামোদরের খাস চাল পারি দিচ্ছে আরব রাষ্ট্রে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ইয়াসির ইসলাম, বর্ধমান

পূর্ব বর্ধমান এর রায়না, খণ্ডঘোষ, মাধবডিহিতে সারা বিশ্বের মধ্যে উন্নত  খাস চাল বা খোশবু চাল এই অঞ্চলেই  চাষ হয়ে থাকে |এই চাল আরব রাষ্ট্রে বা ইউরোপে খাদ্য রসিকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে |দক্ষিণ দামোদরের চাষীরা এই সময় এই ধানের পরিচর্যায় ব্যস্ত আছেন |পোঁকা বা অন্য কীটপতঙ্গ যাতে এই ধান নস্ট করতে না পারে তার জন্য চাষীরা সজাগ থাকেন |

রায়না, খণ্ডঘোষ, মাধবদিহির বিস্তীর্ণ এলাকায় এই ধানে ভোরে উঠেছে মাঠ | কয়েকদিন বৃষ্টির জন্য অল্প কিছু ক্ষতি হলেও চাষীরা ভালো ফলনের জন্য আশাবাদী |খাস ধান ছাড়াও এই এলাকায় অন্য ধান প্রচুর ফলে থাকে |চাষীরা খাস ধানে অনেক বেশি মুনাফা লাভ করেন | এই ধান এখানে ব্যাপক চাষের জন্য অনেক রাইস মিল গড়ে উঠেছে |মিল মালিকরা এই খোশবু চাল বিদেশে রপ্তানি করে অনেক অর্থ উপার্জন করছেন |

রায়নার বহরম পুর সংখ্যা লঘু অধ্যুষিত অনুন্নত গ্রাম এই ধান চাল ব্যবসা করে এক সমৃদ্ধি শালী এলাকা হয়ে গেছে |অনেক রাইস মিল এই এলাকায় গড়ে উঠেছে | এখানকার মানুষের আর্থ সামাজিক মান উন্নয়ন ব্যাপক ভাবে পরিলক্ষিত হচ্ছে |আরব দেশের বস্তা এই দেশে চলে আসছে এবং বস্তা বন্দি হয়ে মধ্যপ্রাচ্যের মানুষের রসনা তৃপ্ত করছে |দক্ষিণ দামোদর যেমন চাল উৎপাদনে দেশের প্রথম সারিতে আছে তেমনি রাইস মিল শিল্প একটা গুরুত্ব পূর্ণ স্থান দখল করে আছে |

See also  অভাবি বিক্রী বন্ধ করে শস্য গোলার চাষীদের ধান বিক্রীর জন্য কিষান মান্ডি মুখী হবার বার্তা দিলেন খাদ্যমন্ত্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি