নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:-ফের রাজ্যে ভোট প্রচারে জনসভা ও রোডশো করতে আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বিজেপির দলীয় সূত্রে জানাগেছে আগামী ২৪সে মার্চ পূর্ব মেদিনীপুর জেলার সফরে আসতে পারেন নরেন্দ্র মোদি।
শনিবার কর্মীদের সাথে প্রস্তুতি বৈঠক সেরে ফেললেন, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কুলদীপ জী, অনুপম মল্লিক সহ অন্যান্য জেলা বিজেপি নেতৃত্ব। এই দিন প্রস্তুতি বৈঠকে রাজনৈতিক উত্তেজনায় মাঝে রাজনৈতিক প্রতিহিংসায় প্রাণ হারানোর শহীদ পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পেরে বিজেপি নেতৃত্ব দের সাধুবাদ জানালেন,বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
এদিন প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, শিশির অধিকারীর সঙ্গে দেখা করবেন লকেট চট্টোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।