আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানে মাটি উৎসবের সরকারী অনুষ্ঠানে কল্পতরু মুখ্যমন্ত্রী রাজনৈতিক প্রচারও সেরে ফেললেন

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- বর্ধমানের মাটি উৎসবের মঞ্চে থেকে মঙ্গলবার রাজ্যবাসীর জন্য একগুচ্ছ প্রকল্প উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটের প্রাক্কালে মাটি উৎসবের সরকারী মঞ্চে কল্লতরু মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো একবার চাক্ষুষ করলেন বর্ধমানবাসী।
মুখ্যমন্ত্রী এদিন স্মরণ করিয়েদেন ২০১২ সালে বর্ধমানের পানাগড়ে প্রথম মাটি উৎসব শুরু হয়।তারপর ২০১৪ সালে ইউনাইটেড নেশন একে স্বীকৃত দেয়।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষনা করেন ,এরপর থেকে বছরে দুবার করে দুয়ারে সরকার হবে।একই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষনা করেন , জুন মাসের পরেও বিনা মূল্যে রেশন দেওয়া হবে । তিন বছর পরে রিনিউ করা হবে স্বাস্থ্যসাথী কার্ডের । এইসব ঘোষনার সাথে সাথে মাটি উৎসবের সরকারী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একপ্রকার নির্বাচনী প্রচারও সেরে ফেললেন।


বর্ধমানের সরকারী কৃষিখামারে অনুষ্ঠিত মাটি উৎসবের মঞ্চথেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপিকেও তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন ,বিজেপি দাঙ্গাবাজ দল। সেইজন্য বাংলাকে শান্ত রাখতে বিজেপিকে ভোট নয়।সব ভোট পড়বে তৃণমূলে।


এদিন মুখ্যমন্ত্রী ঘোষনা করেন ,“মাটি গাথা“ নামে ট্রেনিং সেন্টার তৈরি হবে বর্ধমানের কৃষিখামারে। জেলায় বাতাসা কদমা তৈরির জন্য ট্রেনিং সেন্টারও তৈরি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরো ঘোষনা করেন জেলায় ৫৫ টি রাস্তা তৈরী হবে।রাজ্যে ৫৫ লক্ষ কৃষককে কৃষকবন্ধুতে অন্তর্ভুক্ত হয়েছে। এবছর জুন মাস থেকে ৬ হাজার টাকা পাবেন কৃষকবন্ধুতে অন্তর্ভুক্ত হওয়া কৃষকরা।বাংলার শস্যবীমা যোজনায় কোন টাকা লাগে না।সব টাকাটাই রাজ্য সরকার দিচ্ছে বলে তিনি জানান ।
ধান দিন চেক নিন।বাংলা সব থেকে বেশী ধান উৎপাদন করে। তিনি কেন্দ্রীয় সরকার ধান কেনা নিয়ে এক হাত নেন।আড়াই কোটি টন ধান উৎপাদন হয়।তবু বাংলা ব্রাত্য। কেন্দ্রীয় সরকার৪৯ লক্ষ টন ধান কিনেছে এই রাজ্য থেকে। অথচ দেশের অন্যান্য রাজ্য থেকে বেশী ধান কিনেছে কেন্দ্র।


কেন্দ্রের নতুন কৃষি আইন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র নতুন তিনটে আইন নিয়ে এসেছে।সেই আইন কার্যকর হলে কৃষকদের জমির উৎপাদিত ফসল আদানী আম্বানীরা জোর করে নিয়ে নিয়েনিতে পারবে । তাই চাষীরা আন্দোলন করছে।আমরা বেঁচে থাকতে ওরা চাষীদের কোন অত্যাচার করতে পারবে না।যদি বাংলার কোন চাষী মারা,যায়।তাহলে দু’লক্ষ টাকা পাবে তার পরিবার।কেউ মহিলাদের আক্রমণ করলেহাতা,খুন্তি নিয়ে তেড়ে যাবার উপদেশ মহিলাদের দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন বর্ধমান তো ধানের জায়গা।এঝানে সবুজ বিপ্লব হয়েছে ।
বর্ধমানের কৃষিখামারে বেশী করে ট্রেনিং দেবার ব্যবস্থা করতে বলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারকে তিনি নির্দেশ দিয়ে বলেন, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে।



মাটি উৎসবের সরকারী মঞ্চ থেকে বিজেপির সমালোচনা মেনেনিতে পারেনি বর্ধমানের বিজেপি নেতৃত্ব । বিজেপি জেলা সভাপতি সন্দীপ নন্দী এই প্রসঙ্গে বলেন, সরকারি মঞ্চ ও দলের সভা সবই এদিন একাকার হয়েগেল । তৃণমূল কংগ্রেসের আমলেই এইসব সম্ভব ।আসলে বিজেপির ভয়ে মুখ্যমন্ত্রী এখন যা খুশী বলছেন।তাই তিনি সরকারি মঞ্চে নির্বাচনী প্রচার করছেন। একই মন্তব্য করেন জেলা কংগ্রেসের যুব সভাপতি গৌরব সমার্দার।তিনি বলেন সরকারি মঞ্চ কখনো ভোট প্রচারের জায়গা নয়। কিন্তু মুখ্যমন্ত্রী সে সব মানছেন না।

See also  জন সংযোগ বাড়াতে প্রশান্ত কিশোরের পাল্টা স্ট্রাটেজি নিয়ে গৃহ সম্পর্ক যাত্রা কর্মসূচি শুরু করলো বিজেপি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি