আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিধানসভা ভোটের আগে ভোটারদের মন পেতে বিজেপির প্রতিশ্রুতির পাল্টা দান ধ্যানে নেমেছে তৃণমূল

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- দোরগোড়ায় এই রাজ্যের বিধানসভা নির্বাচন । ভোটারদের মন পেতে তাই এখন প্রতিশ্রুতির বন্য বইয়ে দিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা । সম্প্রতি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে অায়োজিত জনসভা মঞ্চ থেকে সংসদ তথা রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ঘোষনা করেন ,’বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে ছাত্রীদের ‘স্কুটি’দেওয়া হবে। পাশাপাশি আরো অনেক কিছু রাজ্যবাসী পাবেন বলে সৌমিত্র ওইদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন ।’ তবে তৃণমূল নেতৃত্ব ভোট পাওয়ার জন্য মেকি প্রতিশ্রুতি দেওয়া ছেড়ে সাধারণ মানুষের পাশে থেকে দান ধ্যান ও সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার পন্থা নিয়েছে ।আর তারই মধ্যথেকে প্রকৃত দাতা ও মৌখিক দাতা কারা তাঁদের চিহ্নিত করণের কাজ করে চলেছেন জনতা জনার্দন।


জনগনের মন পেতে রবিবার জেলার জামালপুর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে সাত হাজারেরও বেশী দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হল শীতের কম্বল ।একই ভাবে তৃণমূলের পক্ষথেকে এদিন মেমারি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তিন শতাধীক দুঃস্থের হাতেও কম্বল তুলে দেওয়া হয় । কঠিন ঠান্ডায় শীত নিবারণের জন্য যারা কম্বল নিলেন তারা ভোট কাকে দেবেন তা অবশ্য কারুরই জানা নেই ।যদিও তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন মানুষের পাশে যারা থাকে জনগন তাদেরকেই ভোটদেয় ।


জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক তৃণমূলের নেতা মেহেমুদ খান এই প্রসঙ্গে এদিন বলেন ,গত লোকসভা ভোটের সময়ে বিজেপি প্রত্যেকের এ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ।এছাড়াও ঘরে ঘরে চাকরি দেবারও প্রতিশ্রুতি দিয়েছিল। লোকসভা ভোট মিটে যাবার পর দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে । কিন্তু জনগন কিছুই পান নি ।সেই কারণে এই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মানুষ জেনে গিয়েছেন বিজেপি আশলে একটা ধাপ্পাবাজ দল ।

অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি ভূতনাথ মালিক এদিন দাবি করেন ,“শীত ,গ্রীষ্ম ,বর্ষা তৃণমূলই যে বাংলার জনগণের ভরসা সেটা বাংলার মানুষ খুব ভালোকরেই জানেন। এটাও জনগন জানেন ,
তৃণমূল ভোটে জেতার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দেয়না । বাংলার মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নে যেমন জোয়ার এনেছেন তেমনই তৃণমূল কর্মীরা বাংলার জনগনের ভালোর জন্য সারাবছর কাজ করে যাচ্ছে ।এইসবের জন্যই জামালপুর সহ গোটা রাজ্যের মানুষ ফের মমতা বন্দ্যোপাধ্যায়কেই বাংলার মুখ্যমন্ত্রী করবেন । ”


যদিও তৃণমূল নেতৃত্বের এমন দাবি প্রসঙ্গে বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দিপ নন্দি বলেন ,“সর্বক্ষেত্রে গরিব মানুষের কাছথেকে কাটমানি কারা খায় তা বাংলার মানুষ ভালকরেই জানেন । পায়খানা ঘরের টাকা থেকেও তৃণমূলের নেতারা কাটমানি খেতে ছাড়ে না । এবারের বিধানসভা ভোটে জামালপুরের পাশাপাশি গোটা বাংলার মানুষ কাটমানি খাওয়া তৃণমূলকে যে বাংলা ছাড়া করবে তা তৃণমূলের নেতারা ভালোই বুঝে গেছেন । তাই এখন তৃণমূল নেতারা দান ধ্যান করে ভোটারদের মন পেতে চাইছে । তবে এইসব করে আর লাভ কিছু হবে না । সন্দিপ বাবুর দাবি তৃণমূল সরকারের বিদায় সময়ের অপেক্ষা মাত্র । ”

See also  আজকের দিনের ইতিহাস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি