আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বোনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের বদলা নিতে শ্যালকের হাতে খুন জামাই

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- বোনের সাথে বিবাহ বিচ্ছেদের বদলা নিতে বাড়ি থেকে জামাইবাবুকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে খুনের অভিযোগ উঠলো শ্যালকের বিরুদ্ধে। মৃতর নাম নাজির শেখ (৩৪)। এই ঘটনাকে কেন্দ্রকরে মঙ্গলবার রাত থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনা থানার কল্যানপুর গ্রামে । ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত শ্যালক
হাসেম খাঁ । মৃতর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করেছে ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,কালনা থানার কল্যাণপুর গ্রামে বাড়ি নাজির শেখের। সে সম্পর্কে হাসেম খাঁর জামাইবাবু । যদিও হাসেমের বোনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে নাজিরের । অভিযোগ ,সেই কারণে নাজিরের প্রতি আক্রোশ তৈরি হয়েছিল একই এলাকা নিবাসী হাসেমের । মৃতর পরিবার সদস্যদের অভিযোগ ,বিবাহ বিচ্ছেদের বদলা নিতে হাসেম পরিকল্পনা করে মঙ্গলবার গভীর রাতে নাজির শেখ কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।এর পর সাতগাছিয়া সতীপীঠ বটতলার কাছে দু-জনের মধ্যে বাকবিতন্ডা তৈরি হয়।বাকবিতন্ডা চালাকালীন হাসেম খাঁ হঠাৎই ধারালো ছুরি বের করে নাজিরের গলায় কোপ বসিয়ে দিয়ে পালায়। নাজির রক্তাত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন । তাকে উদ্ধার করে কালনা মহকুমা হসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎকরা মৃত বলে ঘোষণা করে। বুধবার কালনা হাসপাতাল পুলিশ মর্গে মৃত ব্যক্তির দেহের ময়নাতদন্ত হয় । অভিযুক্তের শাস্তির দাবিতে নাজির শেখের পরিবার এদিনই কালনা থানায় অভিযোগ দায়ের করেছেন ।

পুলিশ জানিয়েছে ,‘অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে । পলাতক অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে । ’

See also  বালিচুরি রুখতে তৎপর মঙ্গলকোট পুলিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি