আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিডিও অফিসে ডেপুটেশন কৃষক সংগ্রাম কমিটির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

স্টাফ রিপোর্টার ( পূর্ব মেদিনীপুর ) :- সোমবার তমলুক ব্লকের পায়রাটুঙ্গি খাল সংস্কার সহ নাসা খাল সংস্কার ও বোরোধান চাষের জলের দাবীতে তমলুক বিডিও অফিসে মিছিল করে ডেপুটেশান দিল কৃষক সংগ্রাম কমিটি।
দীর্ঘ দিন ধরে তমলুক ব্লকের মূল জল নিকাশি এই খালটি ও এলাকার নাসাখাল গুলি সংস্কার না হওয়ায় বিস্তীর্ণ এলাকায় জল জমে যাচ্ছে। ধান,পান পাতা চাষীরা ব্যাপক ক্ষতি গ্রস্ত হচ্ছে। আমন ধান পচছে,অন্যদিকে বোরোচাষ করার উপায় নেই। মাঠে জল জমে আছে।


এমতাবস্থায় দলমত নির্বিশেষে এলাকার চাষীরা কৃষক সংগ্রাম কমিটি গড়ে তুলে আন্দোলনের ডাকে প্রায় শতাধিক চাষী বিডিও অফিস চত্বরে মিছিল করে। এবং বিডিওর নিকট ৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। নেতৃত্ব দেন কমিটির সম্পাদক শশাঙ্ক আদক, সভাপতি সুদর্শন সামন্ত, শিক্ষক শম্ভু মান্না, নরেন্দ্র নাথ মাইতি, একাদশী দাস,অভিজিৎ মাইতি প্রমূখ।

বিডিও সুমন মন্ডল স্মারকলিপি গ্রহণ করেন দাবী গুলির যৌতিকতা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
চাষীরা জানান এই পায়রাটুঙ্গি খাল সংস্কার না হলে আমাদের চাষ বন্ধ হয়ে যাবে জলের অভাবে। অন্য দিকে আগামী দিনে জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

See also  বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে জগৎবল্লভপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি