সৈয়দ মফিজুল ( বাঁকুড়া ) :- সাতসকালে বাঁশ গাছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের খিরি গ্রামে ।মৃত ব্যক্তির নাম সুকুমার রায় পিতা ঈশ্বর মদন রায়। সূত্রের খবর পারিবারিক অশান্তির জেরে গতকাল ১৮ নভেম্বর বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন ঐ ব্যক্তি।
১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে বাঁশ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। এলাকার বাসিন্দারা তৎক্ষণাৎ কোতুলপুর থানায় খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তবে কি কারণে মৃত্যু হল এই ব্যক্তির কোতুলপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছেন।