কৃষ্ণ সাহা ( খণ্ডঘোষ ) :- আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মর্তে উমার আগমন। মায়ের এই আগমনকে কেন্দ্র করে সারা বাংলা জুড়ে যেন সাজো সাজো রব। করোনা পরিস্থিতির মধ্যেও দুর্গা পুজো করার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবছরের উদ্যোগে কিছুটা খামতি থাকলেও যথাসাধ্য চেষ্টা করছেন পুজো কমিটি গুলো। সেইমতো,পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ তাতিপাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে। তাঁতী পাড়ার দুর্গাপুজোর এই বছর 35 বছরে পদার্পণ করল।
এবছর থিম পূজার পরিবর্তে খোলা প্যান্ডেলের পুজোর আয়োজন করেছেন পুজোর উদ্যোক্তারা। করোনা আবহে থিম পুজো করতে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখা দুষ্কর হতে পারে। সরকারি নির্দেশ মেনে সংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে শুধুমাত্র নিয়ম মেনে পুজো হবে।
প্রত্যেক বছর তাঁতি পাড়ার দুর্গাপুজো বেশকিছু শারদ সম্মান অর্জন করে। এবারের পুজোয় সেভাবে থিম না থাকার কারণে প্যান্ডেলের মধ্যেই পুজোর আয়োজন করা হয়েছে। এবারেও শারদ সম্মান পাওয়ার জন্য আশাবাদী উদ্যোক্তারা। এ বছরে পুজোর বাজেট দুলক্ষ 35 হাজার টাকা রাখা হয়েছে। সপ্তমীর দিন সাধারণ মানুষের জন্য পুজোর প্যান্ডেল খুলে দেওয়া হবে। সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী কাটিয়ে দ্বাদশীর দিন দুপুর বেলা প্রতিমা নিরঞ্জনের আয়োজন করা হবে বলে জানালেন, পুজো কমিটির সভাপতি স্বপন কুমার দাস।