অরিজিৎ মাইতি ( পূর্ব মেদিনীপুর ) :- ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৮৮ তম শহীদ দিবস। মাস্টারদা সূর্যসেনের নির্দেশে, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। পুলিশের হাতে ধরা পড়া থেকে বাঁচতে নিজের আত্ম বলিদান দেন।
এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। সংগঠনের উদ্যোগে তমলুকে রনসিঙ্গা, পৌরসভার সামনে ও নানান জায়গায় শহীদ বেদীতে মাল্যদানের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন এ আই এম এস এস এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য শীলা দাস, প্রতিমা জানা, শ্রাবন্তী মাজী,শিক্ষিকা চন্দনা জানা প্রমূখ।