নিজস্ব সংবাদদাতা ( দুর্গাপুর ) :- করোনা অতি মাড়িতে নিঃস্বার্থ ও সেবার জন্য সম্মানিত হলেন 55 জন ডাক্তার স্বাস্থ্যকর্মী সাফাই কর্মী নিরাপত্তারক্ষী ও হাসপাতালে অভ্যন্তরীণ বিভাগের বিভিন্ন কর্মীরা চ্যানেল এই বাংলায় ও বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে প্রায় 500 জন কোভিদ হিরো কে সম্মানিত করার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল যার প্রথম পদক্ষেপ হিসেবে আজ 55 জন স্বাস্থ্য কর্মী ডাক্তার সাফাই কর্মী ও হাসপাতালের কর্মীদেরকে সম্মানিত করলেন ওই দুই সংস্থার কর্ণধার ও আধিকারিক বৃন্দ l
আজ দুর্গাপুরের একমাত্র কোভিড হাসপাতাল সনোকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এ গিয়ে সেই হাসপাতালে কর্মরত 11 জন ডাক্তার 11 জন নার্সিং স্টাফ আটজন নিরাপত্তারক্ষী পাঁচজন সাফাই কর্মী ও 21 জন হাসপাতালে অভ্যন্তরীণ বিভাগের কর্মীদেরকে শঙ্খ ধ্বনি ধ্বনি ও করতালি দিয়ে তাদেরকে সম্মানিত করলো করা হলো চ্যানেল এই বাংলায় ও বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেকের হাতে একটি করে মানপত্র ও স্মারক দিয়ে করণা অতি মাড়িতে তাদের অনবদ্য সেবা ও উল্লেখযোগ্য করণা আক্রান্ত রোগীদের সুস্থ করার প্রয়াসের জন্য সম্মানিত করা হলো চ্যানেল এই বাংলায় পক্ষথেকে সম্পাদক মনোজ কুমার সিংহ l
আজ এই হাসপাতালে স্বাস্থ্যকর্মী চিকিৎসক নার্স সাফাই কর্মী ও নিরাপত্তা রক্ষীদের কে সম্মানিত করেন অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করেছেন শ্রী মনোজ সিংহ বলে জানান তিনি আরো বলেন কোভিড করো না অতি মাড়িতে ডাক্তার চিকিৎসক নার্স সাফাই কর্মী ও নিরাপত্তা রক্ষীরা যেভাবে দুর্গাপুর ও আশেপাশের অঞ্চলের মানুষকে সনোকা হাসপাতালে রেখে তাদের সেবা শুশ্রূষা করেছেন তার জুড়ি মেলা ভার তাই তাদের এই অনবদ্য সেবাকে সেলাম জানাতেই আমাদের এই ছোট্ট প্রয়াস এর মাধ্যমে আমরা কুর্নিশ জানাই সেই সব কোভিদ হিরোদের কে যারা নিজেদের জীবনের বাজি রেখে আজ মানুষের সেবায় নিয়োজিত l
বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক শ্রী কৌশিক বন্দ্যোপাধ্যায় কৌশিক বাবু বলেন দুর্গাপুরের একমাত্র করোনা হাসপাতাল সনোকা মেডিকেল কলেজ ও হাসপাতাল আজ রাজ্যের বুকে করোনা চিকিৎসায় এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে তাদের এখানকার সমস্ত কর্মীরাই আজ করোনাকালে পরিবার ছেড়ে মানুষের সেবায় একত্রিত হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যেই কয়েকশো লক্ষ্যে তারা সুস্থ করে বাড়ীর পথে ফিরিয়ে দিয়েছেন আজ আমরা সেইসব কবিদেরকে সম্মানিত করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি চ্যানেল এই বাংলায় ও বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে বাকি সমস্ত হাসপাতাল ও চিকিৎসক সাফাই কর্মী ও নার্সিং স্টাফদের সমানভাবে সম্মানিত করা হবে ধাপে ধাপে