গত কয়েক বছরে দেশের বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে যুব সম্প্রদায়। সেই লাইনে ছিলেন বিরোধীরা। প্রধানমন্ত্রীর জন্মদিনেও বেকারত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়।
বৃহস্পতিবার ৭০ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ বিদেশের একাধিক রাষ্ট্রনেতা থেকে শুরু করে শুভানুদ্যায়ী সকাল থেকে শুভেচ্ছা জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীকে।
কিন্তু তার মধ্যে টুইটারে ট্রেন্ডিং হতে দেখা গেল ন্যাশনাল আন এমপ্লয়মেন্ট ডে, রাষ্ট্রীয় বেরোজগার দিবস এবং বেরোজগার দিবস।
শুধুমাত্র তাই-ই নয়, গোটা সপ্তাহ জুড়ে রাষ্ট্রীয় বেরোজগার সপ্তাহ পালন হবে। গোটা সপ্তাহে নিজেদের ইস্যুগুলিকে সরকারের কাছে তুলে ধরার একটি অন্য পন্থা অবলম্বন যুব সম্প্রদায়ের।
স্টাফ সিলেকশন কমিশন থেকে শুরু করে রেলওয়ে সমস্ত বিভাগে চাকরির নিয়োগের জন্য সরকারের কাছে আবেদন যুব সম্প্রদায়ের।