আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দামোদরের চড়ের ঝোপ থেকে উদ্ধার মহিলার গালাকাটা মৃতদেহ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- দামোদরের চড়ের ঝোপ জগঙ্গলের মধ্য থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক মহিলার গলাকাটা মৃতদেহ । ঘটনা জানাজানি হতেই শুক্রবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানে পলেমপুর সংলগ্ন জামনা এলাকায়।এই খবর পেয়ে বর্ধমান ও রায়না থানার পুলিশ কর্তাদের পাশাপাশি ডিএসপি
(হেডকোয়ার্টার )সৌভিক পাত্র , এসডিপিও আমিনুল ইসলাম খান , সিআই (সি )সঞ্জয় কুণ্ডু প্রমুখরা ঘটনাস্থলে পৌছান ।
তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা মৃত মহিলার গলায় ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত দেখতে পান।মহিলাকে খুন করা হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান । এলাকাবাসীর কেউই যদিও মহিলার পরিচয় পুলিশকে জানাতে পারেনি।এদিনই ময়নাতদন্তের জন্য মৃত মহিলার দেহ পাঠানো হয় বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে। মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চালানোর পাশাপাশি মহিলার মৃত্যুর কি কারণ থাকতে পারে তাও পুলিশ খতিয়ে দেখছে।
Krishaksetu Bangla
জামনা এলাকার বাসিন্দা সেখ নিয়ামত আলি ,সেখ মাঝারুল প্রমুখরা বলেন , গলা কাটা মহিলার মৃত দেহটি দামোদরের চড়ে ঝোপের মধ্যে পড়েছিল ।এদিন সকালে এলাকার কয়েকজন বাসিন্দা তা দেখেই চমকে ওঠেন। সেখ মাঝারুল বলেন , আনুমানিক বছর ৩০ বয়সী বিবাহিত মহিলা জামনা এলাকার বাসিন্দা নন । তার গলায় ধারালো আস্ত্রের আঘাতের গভীর ক্ষত রয়েছে । স্থানীয়রা মনে করছেন ,বৃস্পতিবার গভীর রাতে বহিরাগত দুস্কৃতিরা অজ্ঞাত পরচিয় ওই
মহিলাকে দামোদরের চড়ের ঝোপে নিয়ে গিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে খুন করে পালিয়েছে।
ডিএসপি সৌভিক পাত্র বলেন , ‘মৃত মহিলার নাম পরিচয় কিছুই জানা জায়নি । পুলিশ তার পরিচয় জানার জন্য খোঁজ খবর শুরু করেছে । মৃতদেহ উদ্ধার করে এদিনই ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে । তদন্ত শুরু হয়েছে।
মহিলা খুন হয়েছেন নাকি মৃত্যুর পিছনে অন্য কোন কারণ রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই পরিস্কার হয়েযায়ে । ’
See also  রবি মূর্তির মাথায় জুতোর বিজ্ঞাপন,নির্লজ্জতার চূড়ান্ত ছবি দুর্গাপুরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি