আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ট্র্যাক্টর উল্টে মৃত্যু দু’জনের – জখম তিন

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত ( বর্ধমান ) :- বেপরোয়া ভাবে যাবার সময়ে সিমেন্টের পিলার ও ডাবা বোঝাই ট্র্যাক্টর সড়কপথে উল্টে যাওয়ায় মৃত্যু হল দু’জনের । জখম হয়েছেন আরও তিনজন । মৃত ও জখমরা সকলেই ট্র্যাক্টরের শ্রমিক । সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা মানকর রোডের ধারাপাড়ায় ।দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় গুসকরা ফাঁড়ির পুলিশ ।স্থানীয় মানুষজন ও পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের সকলকে উদ্ধার করে গুসকরা হাসপাতালে গিয়েগিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষনা করেন । আঘাত গুরুতর থাকায় জখমদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।দুর্ঘটনার পরেই ট্র্যাক্টর ছেড়ে চালক পালিয়ে যায় । পুলিশ ট্র্যাক্টর আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ জানিয়েছে,মৃতরা হলেন ফনেশ বাগদি(২৮) ও সুদেব বাগদি(২৭)। তাদের বাড়ি জেলার গলসি থানার সুন্দলপুর গ্রামে। জখম ব্যক্তিরা হলেন আদর বাগদি, সুন্দল বাগদি ও দুলন বাগদি ।তারাও একই এলাকার বাসিন্দা । প্রত্যক্ষদর্শী কালু বাগদি বলেন, সিমেন্টের ডাবা ও পিলার বোঝাই ট্র্যাক্টরের ট্রলিতেই বসেছিল পাঁচ শ্রমিক । ট্র্যাক্টরটি প্রচণ্ড গতীতে গুসকরারা থেকে গলসির দিকে যাচ্ছিল। খানিকটা যাওয়ার পরেই ট্র্যাক্টরটি হঠাৎ করে রাস্তার উপরে উল্টে যায় ।ট্রলিতে বসে থাকা শ্রমিকদের মধ্যে দু’জন ট্র্যাক্টরের নিচে চাপা পড়ে যায় ।বাকি শ্রমিকরা সজোরে রাস্তার উপরে ছিটকে পড়ে । এই ঘটনাতেই দু’জনের মৃত্যু হয় । তিন জন জখম হয় ।
See also  দামোদরের বুকে অবৈধ বাঁশের সেতু নির্মাণ: প্রশাসনের নজরদারি প্রশ্নের মুখে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি