আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সিন্নি প্রসাদ খেয়ে কালনায় অসুস্থ পড়লো ১ শিশু সহ ১০ জন

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত ( বর্ধমান ) :- পুজোর সিন্নি প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লো একই পরিবারের ১ শিশু সহ দশ জন । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের মালোপাড়ায় । অসুস্থ ১০ জনকেই রবিবার ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে ।চিকিৎসকদের প্রাথমিক অনুমান প্রসাদের বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছে ।এদিকে এই ঘটনা জানাজানি হতেই মালোপাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।
হাসপাপাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , কালনার মালোপাড়ায় অবনি সরকারের বাড়ি । তার পরিবারের মহিলারা
বাড়ি থেকে ফল ও নিজেদের তৈরিকরা সিন্নি নিয়ে গিয়ে শনিবার এলাকার শনি মন্দিরে পুজো দেন । পুজো শেষ হবার পর রাতে সেই সিন্নি ও ফল প্রসাদ বাড়িতে নিয়েযান সরকার পরিবারের মহিলারা । পরিবারের সকল সদস্য মিলে সেই সিন্নি ও ফল প্রসাদ খান ।
এরপর রাত থেকে পরিবারে ১ শিশু সহ পুরুষ ও মহিলাদের পেটে যন্ত্রণা , বমি ও পায়খানা শুরু হয়েযায় । স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়েও তারা কেউ সুস্থ হন না। রবিবার
অসুস্থ ১০ জনকে কালনা হাসপাতালে ভর্তি করা হয় । যদিও এলাকার অন্য পরিবারের সদস্যরা যারা একই রকম ভাবে পুজো দিয়েছিলেন তারা কেউ অসুস্থ হননি । তা জেনে অসুস্থ সরকারার পরিবারের সদস্যরও এদিন বলেন , হয়তো সিন্নি প্রসাদে কোনভাবে বিষক্রিয়া তৈরি হওয়াতেই তারা অসুস্থ হয়ে পড়েছেন ।
See also  মাটির নিচে সরকারি ইন্ডিয়ান অয়েলের তেলের পাইপ লাইন ফুটো করে তেল চুরি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি