আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন করে নজির সৃষ্টি করলো মহর্ষি পালের পরিবার।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

    সাহিদুর রহমান, বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের বোলড়া গ্রামের মহর্ষি পালের পরিবার ওন্দা যুব সমাজের সহযোগিতায় ছোট্ট মহর্ষির জন্মদিন পালন করলেন বৃদ্ধাশ্রমে।

অকৃত্রিম তৃপ্তি ও আন্তরিক সদিচ্ছায় তাদের সেবা গ্রহন করে মানবিক মুখের পরিচয় দিল মহর্ষি পালের পরিবার। মানুষকে ভালোবাসার মধ্য দিয়েই যে ঐশ্বরিক সুখ ও তৃপ্তি লাভ করলেন তা আজকালকার দিনে বড়ই দুর্লভ ।

 

আসলেই আনন্দ একার জন্য নয়, একা কখনো আনন্দ উপভোগ করে তৃপ্ত হওয়া যায় না মহর্ষি পরিবার সেটাই বুঝিয়ে দিল সকলকে।

আশ্রমিকদের আশীর্বাদ পাথেয় করেই সুর্নিবান বাবু তার সন্তানের আগামী চলার পথ শুরু করলেন ।

See also  থার্মাল স্ক্যানিংয়ের মাধ্যমে দেখা হচ্ছে কোনরকম করোনা উপসর্গ আছে কিনা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি