আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষ থানার অফিসার ইন চার্জ সহ ১৮ জন করোনা আক্রান্ত। বন্ধ রাখা হল থানার ভবনে কাজকর্ম

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত ( বর্ধমান ) :- প্রতিদিনই পূর্ব বর্ধমান জেলায় লাফিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যেই জেলার করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।এবার পুলিশ আধিকারিক ও কর্মী মিলিয়ে জেলার
খণ্ডঘোষ থানার ১৮ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে ৪ জনের করোনা উপসর্গ থাকায় তাঁদেরকে ভর্তি করা হয়েছে কোভিড হাসপাতালে । বাকি আক্রান্তদের ‘হোম আইসোলেশনে’ পাঠানো হয়েছে ।পালসিট ফাড়ির পর খণ্ডঘোষ থানার এতজন পুলিশ কর্মী এক সঙ্গে করোনা আক্রান্ত হয়ে পড়ায় উদ্বিগ্ন জেলা পুলিশের শীর্ষ মহল ।
প্রশাসনসূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে খণ্ডঘোষ থানার শীর্ষ আধিকারিক করোনা আক্রান্ত হন । চিকিস্থায় সুস্থ হয়ে কিছুদিন আগে তিনি কাজে যোগ দেন । শনিবার ফের তার অ্যান্টিজেন পরীক্ষা হয় । রিপোর্ট আসার পর জানা যায় খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্য ফের করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের কারণে
আপাতত খণ্ডঘোষ থানা ভবনে কাজ বন্ধ রাখা হয়েছে । জীবানু মুক্ত করার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থানা সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়ি থেকে দৈনন্দিন কাজ চালানোর কথা ভাবছে জেলা পুলিশ প্রশাসন। খণ্ডঘোষ থানা পরিচালনার দায়িত্ব সিআই (সি ) সঞ্জয় কুণ্ডুকে দেওয়া হয়েছে । জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “ পরিষেবা পেতে খণ্ডঘোষের মানুষজনের যাতে কোন অসুবিধা না হয়, তার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।“
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে , শুক্রবার রাতে খণ্ডঘোষ থানার ৪ জন পুলিশ অফিসার ও কর্মীর করোনা পজ়িটিভ রিপোর্ট আসার পরেই উদ্বেগ বাড়ে । সেই কারণে শনিবার ফের পুলিশ অফিসার ও কর্মী মিলিয়ে ওই থানার ১৮ জনের অ্যান্টিজেন টেস্ট হয় । তাদের মধ্যে ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে । স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে ,পুলিশ অফিসার , কর্মী ,ড্রাইভার, সিভিক ভলেন্টিয়ার , ভিলেজ পুলিশ সহ সব মিলিয়ে খণ্ডঘোষ থানায় ৫০ জনের মত রয়েছেন । রবিবার বাকি সবার করোনা পরীক্ষা হবে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলায় প্রথম করোনা আক্রান্ত ধরা পড়ে খণ্ডঘোষে ।
করোনা আক্রান্ত হয়ে খণ্ডঘোষ থানা এলাকার এক বাসিন্দার মৃত্যুও হয় । সংক্রমন প্রতিরোধের জন্য একেবারে সামনের সারিতে থেকে কাজ করে যাচ্ছেন খণ্ডঘোষ থানার সকল পুলিশ আধিকারিক ও কর্মীরা । নিয়ম মেনে থানার ভবন , পুলিশ গাড়ি জীবানু মুক্ত করার কাজ করেও সংক্রমণ রোখা গেল না । ইতিপূর্ব জেলা পুলিশের দুই শীর্ষ আধিকারিক , মাধবডিহি থানা ওসি করোনা আক্রান্ত হন । চিকিৎসায় সুস্থ হয়ে তারা কাজে যোগ দিয়েছেন । অতি সম্প্রতি মেমারি থানার পালসিট পুলিশ ফাঁড়ির ৯ পুলিশ কর্মীর একসঙ্গে করোনা পজিটিভ ধরা পড়ে । তার জন্য পালসিট ফাড়িতে কাজ কর্ম বন্ধ রাখতে হয় । করোনা যোদ্ধারা এই ভাবে সংক্রমিত হয়ে পড়ায় দুঃশ্চিন্তায় জেলার প্রশাসনিক কর্তারাও ।
See also  যে মেয়েদের 'বিয়ের বয়স পেরিয়ে গেছে'

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি