সাপ্তাহিক লকডাউনের দিনে এয়ারপোর্ট থেকে কলকাতাগামী ভিআইপি রোডের কৈখালীতে পথ দুর্ঘটনা। গুরুতর জখম ক্যাপ চালক।…. আজ সকালে কলকাতা এয়ারপোর্ট থেকে কলকাতার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল।
ভিআইপি রোডের কৈখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ৪৫ নম্বর বাসস্ট্যান্ডে ডিভাইডারের ধাক্কা মেরে পাল্টি খেয়ে ছিটকে গিয়ে পড়ে সার্ভিস রোডে। আপ ক্যাবটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ এবং কৈখালী ট্রাফিক গার্ড পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ক্যাব চালককে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বেসরকারি হাসপাতালে।
Krishaksetu Bangla
সেখানে চিকিৎসাধীন।বেপরোয়া গতি থাকায় এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে খবর।অন্যদিকে, সকাল সাড়ে আটটা নাগাদ ভিআইপি রোডের দমদম পার্ক থেকে বাগুইআটি ব্রিজ ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নামার মুখে রঘুনাথপুরে ডিভাইডারে গাড়িটি ধাক্কা মারে। বেপরোয়া গতিতে থাকায় পথ দুর্ঘটনা গাড়িতে থাকা ড্রাইভার অল্প বিস্তর আঘাত লাগে। তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আজ সাপ্তাহিক লকডাউন রাস্তাঘাট ফাঁকা সেই কারণে বেপরোয়া গতিতে গাড়ি চালানো তার জন্য দুর্ঘটনা বলে খবর। ঘটনাস্থলে বাগুইহাটি থানা এবং বাগুইআটি ট্রাফিক গার্ডের পুলিশ। দুটি গাড়ি আটক করেছে পুলিশ।