আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কৃষ্ণ দিবসে রাধা কৃষ্ণকে নিয়ে কবিতা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
❤️❤️ রাধা-কৃষ্ণ আলাপন ❤️❤️
শিপ্রা মণ্ডল
যমুনা তীরে ব্যাকুল রাধিকা কলসখানা কাঁকে
মুহুর্মুহু চকিত নয়নে চাহিয়া পথের বাঁকে —
শ্যাম বিহনে বিরহিনী রাধে হৃদয়ে দহন জ্বালা
ছিঁড়িয়া ফেলিছে যুথী – বকুলে যতনে গাঁথা মালা।
আঁখি বারিধারা অঝোরে ঝরিছে শ্রাবণধারা সম
হেরি মেঘপানে কহে আনমনে “তুমহি নাথ মম –“
তুহারি ধেয়ানে কত না রজনী কাটায়েছি বিনিদ্র–
তব বিরহে কদম্ব কাননে একা জাগে শুনা ভাদ্র ।
কী বা জাদু তব বিষের বাঁশিতে ওহে মুরুলিধারী
রুধি দ্বার তবু তোমা কাছে কেন বারে বারে আমি হারি!
জ্বলিয়া মরেছি দেখি তব গোপিনী ষোলো শত–
ওহে নিঠুর কালা তুমি এ কী খেলায় অবিরত?
অলস যমুনা বহিয়া যায় গাগরি নাহি ভরে
কী কারণে বল এ হৃদয় মম ব্যাকুল তোহারি তরে!
বৃক্ষের আড়াল হতে কানহা রাধা পাশে এসে
নয়নে নয়ন রাখি বাঁধে বাহুপাশে—-
মৃদু হেসে কহে শ্যাম শুন মোর রাধা
এ দুটি হৃদয় জেনো ফুলডোরে বাঁধা ।
যেথা হেরি দেখি শুধু রাধা রাধাময় —
রাধা বিনা কৃষ্ণ কভু জেনো কিছু নয় !
বিরাজিবে যতকাল প্রেম এই ভবে
কৃষ্ণ আগে রাধা নাম উচ্চারিত হবে —
তোমা পানে ধায় শুধু এ হৃদয় মম
নক্ষত্র খচিত নভে তুমি চন্দ্রসম ।।
See also  উদ্বোধন হলো গুসকরা পৌরসভা চালিত উৎসব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি