আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল খণ্ডঘোষ থানার পুলিশ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বার হাটে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল খণ্ডঘোষ থানার পুলিশ, এদিন খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রামে সবজির বাজারে সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে সবজির বাজারে আসা ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করেন খন্ডঘোষ থানার পুলিশ,

krishaksetu bangla

যে সমস্ত মানুষ এখনো অসচেন ভাবে হাটে আসছেন তাদের আবারো একবার সচেতন করতে সবজির বাজারে ট্যাবলো নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হাজির খণ্ডঘোষ থানার পুলিশ, যেভাবে দিনদিন করণা সংক্রমণ বেড়ে চলেছে তাতে কোনো রকম ভাবে লাগাম টেনে রাখা সম্ভব হচ্ছে না তাই সাধারণ মানুষ যদি একটু সচেতন হয় তাহলে হয়তো এই সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যাবে,

কিছু অসচেতন মানুষ এখনো আছেন যারা স্বাস্থ্যবিধি ও প্রশাসনিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজার ঘাটে অবাধে ঘোরাফেরা করছে তাদেরকে আবারও একবার সচেতন করতে খণ্ডঘোষ থানার পুলিশের এই অভিনব উদ্যোগ, খণ্ডঘোষ থানার অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় ব্যবসাদার আব্দুল গফফার এরা সহ আরো অনেকে।

আরো পড়ুন  –পুকুর থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শহর বর্ধমানে

See also  পথ দুর্ঘটনা রুখতে পুলিশের সচেতনতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি