আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনা পরিস্থিতিতে আসানসোলে চাহিদা নেই রাখীর

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সৌমিত্র গাঙ্গুলী

রোনা পরিস্থিতিতে আসানসোলে চাহিদা নেই রাখীর ৷ আগামী ৩ আগষ্ট রাখী পূর্ণিমা ৷ হিন্দি বলয়ের মত না হলেও বাংলায় রাখী উৎসবের এক নিজস্ব ঐতিহ্য আছে ৷ তবে এই বছর করোনা সংক্রমণে দীর্ঘ লকডাউন পেরিয়ে আনলক থ্রি পর্যায়ে বর্তমানে নতুন করে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে ৷ এই পরিস্থিতিতে বাংলার সৌভ্রাতৃত্বের উৎসবেও নেই খুশির জোয়ার ৷ তাই অন্যান্য বছরের মত এই বছর আসানসোল বাজার ঘুরে দেখা গেল রাখীর চাহিদা নেই ৷ বাজারে মন্দার পরিস্থিতি অনুমান করেই দোকানদারেরাও নতুন রকমের রাখী মজুতের উৎসাহ দেখাননি ৷

 

তবে দোকানদারেরা ব্যবসার ক্ষেত্রে সব চেয়ে বড় সমস্যা বলেছেন, প্রশাসনিক নির্দেশে সপ্তাহে দুদিন লকডাউনের সাথে অন্যান্য দিনে বাজার ও দোকান খোলার সময়সীমা বেঁধে দেওয়া ৷ পশ্চিম বর্ধমান জেলায় বর্তমানে প্রশাসন সূত্রে বাজার খোলা ও বন্ধের সময় (সকাল ৮ থেকে দুপুর ১ টা) বেঁধে দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে ক্রেতাদেরও বাজারে বিশেষ দেখা নেই ৷ তবে একেবারে হাল ছাড়তে নারাজ দোকানদারেরা ৷ রাখীর আগে শেষ দুদিন অন্তত লকডাউন নেই ৷ তাই শনিবার ও রবিবারের দিকে তাকিয়ে আছেন অনেকেই

See also  রিগিং করে বিজেপি ভোটে জিতবে বলে ঘোষনা করায় সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন তৃণমূল নেতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি