পূর্ব বর্ধমান:- আজ ভোরে প্রয়াত হলেন নিখিলানন্দ সর।বয়স হয়েছিল ৮৪ বছর।তিনি রাজনীতির এক বর্নময় চরিত্র ছিলেন।তাঁর সাহস ও লড়াকু মেজাজ ও জমির আন্দোলনে ভুমিকা রুপকথার গল্পের মতো ছড়িয়ে আছে।১৯৩৬ সালে জন্ম মঙ্গলকোটের নিগনে(কৈচর)গ্রামে।১৯৫৮ সাল হতেই বাম আন্দোলন ও জমির আন্দোলনে যুক্ত হন।কিছু বছর যবগ্রাম হাই স্কুলে শিক্ষকতা করেন। তারপর সিপিআই(এম)পার্টির সর্বক্ষনের কর্মী হয়ে যান। ৭০ দশকে আধা ফাসিস্ত সন্ত্রাসে আত্মগোপন করেছিলেন গুজরাট,পাঞ্জাব ও হিমাচলে। ১৯৬৯,১৯৭১,১৯৭৭,১৯৮২, ১৯৮৭ সালে মঙ্গলকোট কেন্দ্রের বিধায়ক।
১৯৯৫ হতে অবিভক্ত বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি।১৯৯৮, ১৯৯৯ ও ২০০৪ সালে বর্ধমান কেন্দ্র হতে লোকসভার সদস্য।মাঝে কয়েকবছর তন্তুশ্রীর চেয়ারম্যান।বিগত কয়েক বছর খুব অসুস্থ ছিলেন। রাজনীতির কর্মকান্ড হতে নিজেকে সম্পুর্নভাবে গুটিয়ে নেন।বেশ কয়েকবছর আগে স্ত্রী প্রয়াত হয়েছেন। রেখে গেলেন দুই পুত্র,এক কন্যাকে।মৃত্যুর খবর শুনে উনার পূর্ব বর্ধমানের বিজয়রামের বাড়ীতে শেষ শ্রদ্ধা জানান।বর্ধমানের প্রাক্তন সাংসদ সাইদুল হক,মঙ্গলকোটের প্রাক্তন বিধায়ক সাজাহান চৌধুরী,সিপিআই (এম) নেতা গনেশ চৌধুরী ও দুর্যোধন সর প্রমুখ নেতৃত্ব ও বহু মানুষ। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পরিবারকে জানান অগণিত মানুষ।