বুধবার সম্পুর্ন লকডাউন চলাকালীন পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের । আহত একজন । দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের মাটিয়াল ডিভিসি এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে । ঘটনাস্থলে হাজির বর্ধমান থানার পুলিশ । মৃত ও আহত যুবকরা বর্ধমানের খাগড়াগড় এলাকার বাসিন্দা ।
উলেখ্য:এদিন ২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর গামী দুটি ট্রাক রেষারেষি করার সময় এই বাইকে করে বামদিকে বেড়িয়ে যাওয়ার সময়একটি ট্রাক বাইকে চেপে দেওয়ায় জাতীয় সড়ক দিয়ে যাওয়া মোটরবাইকে পিছনে একটি ট্রাক সজোড়ে ধাক্কা মারে । বাইকে তিনজন ছিল বলে জানা গেছে । ট্রাকের ধাক্কায় ছিটকে পরে তিনজনই । একজন বেঁচে গেলেও দুজন পিষ্ট হয়ে মারা যায়,মৃত ওই যুবকদের নাম রহমত শেখ ও পিনটা শেখ।
আহত সানি শেখ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । স্থানীয়রা দ্রুত ছুটে আসেন দুর্ঘটনাস্থলে । খবর পেয়েই পুলিশ আসে ঘটনাস্থলে । দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ পুলিশ মর্গে। মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত পরিবার ও এলাকাবাসী।