লকডাউন যতই দীর্ঘ হচ্ছে | ততই যেন মানুষের মনে বাড়ছে মানসিক অবসাদ | মানুষ অবসাদগ্রস্ত হয়ে বেছে নিচ্ছে আত্মহত্যার পথ | মেমারি ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের কালিতলা ডিভিসি গ্রামের বাসিন্দা রবি বারুই(৫০), আজ সকালে দেবীপুর রেলস্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রেল লাইনের ধারে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় | স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে, পেশায় ফেরিওয়ালা রবি বারুই স্থানীয় কালিপদ রায়ের বাড়ীতে দীর্ঘদিন ভাড়া ছিলো |
লকডাউন জারি হতেই সবকিছু উলটপালট হয়ে যায়! দীর্ঘদিন ধরে ব্যবসা বন্ধ | পরিবারে বলতে শুধু মা যিনি গত বছর মারা যাবার পর একাকীত্ব তাকে আষ্টেপৃষ্ঠে গ্রাস করে | মানসিক অবসাদে শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন ঐ ব্যক্তি | এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা | সদা মিশুকের রবি বারুই প্রতিদিনের মত আজও বেরিয়েছিল, প্রতিবেশীরা ভেবেছিল কাজের সন্ধানে বেরিয়েছে | কিন্তু সকালবেলায় এমন দুঃসংবাদে এলাকায় নেমে আসে শোকের ছায়া | যেহেতু মৃতদেহটি রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছে | সুতরাং রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ||